হারিয়ে যাওয়া শিশু কে উদ্ধার করে মাকে ফিরিয়ে দিলো বেনাচিতির দুই সিভিক ভলেন্টিয়ার

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর : হারিয়ে যাওয়া এক শিশুকে খুঁজে তার মায়ের কোলে ফিরিয়ে দিলো দুই সিভিক ভলেন্টিয়ার। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে দুর্গাপুরের  বেনাচিতি বাজার এলাকায় ঘটনা। শিশুটি সোমবার সকাল থেকে নিখোঁজ ছিল ।  পরিবারের লোকজন বিস্তর খোঁজাখুঁজি  করে শিশু টিকে না পেয়ে বেনাচিতি বাজারে এসে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারের দারস্থ হয় শিশু টির পরিবার। শিশুটি ভিরিঙ্গীর চাষী পাড়ার বাসিন্দা।সিভিক ভলেন্টিয়ার দুজন শিশু টিকে উদ্ধার করে এক ওষুধের দোকানের সামনে থেকে। এরপর প্রান্তিকা ফাঁড়িতে নিয়ে গিয়ে শিশুটির পরিবারের লোকজনদের হাতে তুলে দেয়।

error: Content is protected !!