নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর : দুর্গাপুর স্টিল টাউন শিপে র আইনস্টাইন ও জে সি বোসে পবিত্র মহরমের শোভাযাত্রা বের হয় রবিবার। দুর্গাপুরের অন্য সামাজিক ও ধর্মীয় সংগঠন সোহাদা এ কারবালা এর পরিচালনায় এক বিশাল শোভাযাত্রা বের হয়। তাজিয়া, পতাকা ও ধবজা পতাকা নিয়ে মুসলিম সম্প্রদায়ের মানুষজন শোভাযাত্রা অংশ নেন। বিভিন্ন সম্প্রদায়ের মানুষজন ও অংশ নেন মহরমের শোভাযাত্রায়।শান্তি ও সম্প্রীতির মেলবন্ধনে এদিনের মহরমের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। দুর্গাপুরের বিভিন্ন এলাকায় রবিবার শান্তি শৃঙ্খলায় মহরমের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।