হরিয়ানা পুলিশ বুদবুদ থেকে গ্রেপ্তার করলো খুনের আসামীকে

আদালত সংবাদদাতা , দুর্গাপুর : টাকা ধার নিয়ে শোধ দিয়ে উল্টে যুবককেই  খুন করে বুদবুদে গা ঢাকা দেয় বিহারের এক যুবক।  হরিয়ানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গ্রেপ্তার বিহারের ঔ যুবককে। হরিয়ানা পুলিশ দুর্গাপুর মহকুমা আদালতে ট্রানজিট রিমান্ডে নিয়ে যায় ধৃতকে ।ধৃতের নাম ধর্মেন্দ্র কুমার শর্মা। বিহারের বুদ্ধামতালাও এর বাসিন্দা। পুলিশ জানায় বুদবুদ থানার কোটা এলাকায় লুকিয়ে ছিল সে। হরিয়ানা পুলিশ সূত্রে জানা গেছে, উত্তরপ্রদেশের গুরগাঁওয়ে প্রিয়া নামের যুবতীর সাথে কাজ করতো প্রবীণ টন্ডন নামের এক যুবক। প্রবীণের কাছে সাড়ে ৫লক্ষ টাকা ধার নিয়েছিল প্রিয়া। প্রবীণ টন্ডন হরিয়ানার নারান্দা থানা এলাকার বাসিন্দা। প্রিয়া সেই টাকা শোধ না প্রবীনকে বিহারের জামালপুরে ডেকেছিল। সেখানেই চলতি বছরের জানুয়ারি মাসে পিসির ছেলে সুমিত কুমার এবং বুদ্ধামতালাও এলাকার যুবক ধর্মেন্দ্র কুমার শর্মার সাহায্যে প্রবীণকে খুন করে প্রিয়া। চলতি বছরের জানুয়ারি মাসের ১৭ তারিখ প্রবীণ টন্ডনের বাবা বেদ প্রকাশ নারন্দা থানায় অভিযোগ দায়ের করেছিল। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। বিহার থেকে সুমিত কুমার গ্রেফতার হয়। ধৃতকে জেরা করে ধর্মেন্দ্র কুমার শর্মার খোঁজ পায়। মোবাইল লোকেশন ট্র্যাক করে শনিবার রাতে বুদবুদের কোটা এলাকায় হানা দেয় হরিয়ানা পুলিশ। সেখানেই ধর্মেন্দ্র লুকিয়ে ছিল আত্মীয়ের বাড়িতে। হরিয়ানা পুলিশ ধর্মেন্দ্র কে গ্রেপ্তার করে দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করে।

error: Content is protected !!