দুর্গাপুরের ইসকনের রথযাত্রায় হাজার হাজার ভক্তসমাগম

গনেশ চক্রবর্তী, দুর্গাপুর : দুর্গাপুরের রথ যাত্রা উৎসব উপলক্ষে উৎসবের আমেজ। দুর্গাপুরের ইসকনের রথ যাত্রা উৎসব সূচনা হয় শুক্রবার সকালে। পশ্চিম বঙ্গ সরকারের গ্রামীণ ও পঞ্চায়েত উন্নয়ন এবং সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, দুর্গাপুর ইস্পাত কারখানার আধিকারিকরা এবং দুর্গাপুরের মহকুমা শাসক ডাঃ সৌরভ চট্টোপাধ্যায় সহ  ইসকনের মহারাজদের উপস্থিতিতে রথযাত্রার সূচনা হয়। হাজার হাজার ভক্তের  রথের দড়িতে টান দিতেই রথযাত্রার সূচনা হয়। হাজার হাজার ভক্তের টানে রথ আসে আকবর মেলা ময়দানে। সেখানে নয়দিন অবস্থান করবেন ভগবান জগন্নাথ,বলরাম ও সুভদ্রা। প্রতিদিন প্রবচন, বিভিন্ন ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। ভগবান জগন্নাথ বলরাম ও সুভদ্রা কে ভোগ দেওয়া হবে। প্রতিদিন ভক্তদের প্রসাদ বিতরণ করা হবে এখানে।এবারের ইসকনের রথের বিশেষত্ব হলো এবার তিনটি রথের আলাদা আলাদা ভাবে প্রভু জগন্নাথ,বলরাম ও সুভদ্রা যান মাসির বাড়ি। নয়দিন অবস্থান করার পর ফের  নয়দিন পর উল্টো রথে ইসকন মন্দিরে আসবেন ভগবান জগন্নাথ বলরাম ও সুভদ্রা।

 

error: Content is protected !!