দুর্গাপুরের জেমুয়া ভাদুবালা উচ্চ বিদ্যালয়ের সাইবার ক্রাইম এবং বাল্য বিবাহ রুখতে এক সচেতনতা প্রচার অনুষ্ঠান হয়। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ আধিকারিকরা এই প্রচার অনুষ্ঠানটি করেন। স্থানীয় স্কুল পড়ুয়ারা এবং তাদের অভিভাবকদের সোশ্যাল এওয়ারনেস সম্পর্কে পাঠ দেন দুর্গাপুরের এসিপি সুবীর রায় সহ পুলিশ আধিকারিকরা।নিউ টাউন শিপ থানার পুলিশ এই অনুষ্ঠানটির আয়োজক।এসিপি সুবীর রায় সাইবার ক্রাইম সেলের বিশেষ দায়িত্ব প্রাপ্ত এবং দুর্গাপুরের সিআই রনবীর বাগ,নিউ টাউন শিপ থানার পুলিশ আধিকারিক নাসরিন সুলতানা সহ বিভিন্ন পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
পড়ুয়া ও অভিভাবকদের ও তাদের বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয় এই অনুষ্ঠানে।