১৮ ই প্রধানমন্ত্রীর সভা, নেহেরু স্টেডিয়ামে সভার প্রস্তুতি তুঙ্গে

বিশেষ প্রতিনিধি, দুর্গাপুর: দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে ১৮ ই জুলাই শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি এবং জনসভা। শুক্রবার প্রধানমন্ত্রী সরকারি সভায় ৫৪০০কোটি টাকার উন্নয়ন মূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্ধোধন করবেন। এবং সরকারি সভায় শেষে জনসভায় দলীয় কর্মীদের উদ্দেশ্যে ভাষন দেবেন।সেই উপলক্ষে দুর্গাপুরে বিজেপি রাজ্য ও কেন্দ্রীয় কমিটির নেতানেত্রীদের প্রধানমন্ত্রী সভা তৈরির‌ দেখভাল করছেন। রয়েছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় সহ তাপড় তাবড় বিজেপি নেতারা। বিজেপির নেতাদের দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় কয়েক লক্ষ লোক হবে। স্টেডিয়ামে কানায় কানায় ভরে যাবে।

error: Content is protected !!