নিজস্ব প্রতিনিধি,দুর্গাপুর : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুম্ভ মেলা নিয়ে কটাক্ষ করেছিলেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন কুম্ভ মেলা এখন’মৃত্যু কুম্ভে’। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নেমে প্রতিবাদে সরব হয় বিশ্ব সনাতনী সেনা। দুর্গাপুরের বাঁকুড়া মোড় অবরোধ করে চলে তুমুল বিক্ষোভ দেখায়। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়।বিজেপির বর্ধমান সাংগঠনিক জেলার সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে পথ অবরোধ হয়।পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয়।