হায়নার অস্বাভাবিক মৃত্যু কে ঘিরে ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরে

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর : ২০ শে ফেব্রুয়ারি এক হায়নার অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় দুর্গাপুরে। দুর্গাপুরের ৮ নং ওয়ার্ডের অন্তর্গত অ্যাটেরিয়া রোড এলাকার ঘটনা। প্রাত: ভ্রমনে বেরিয়ে স্থানীয় মানুষ দেখতে পায় একটি বন্য জন্তুর মৃতদেহ পড়ে রয়েছে রাস্তার উপর। তবে জন্তুটি হিংস্র  হায়না সে বিষয়ে সকলে একমত হবার পর বন দফতরকে খবর দেওয়া হয়।বন দফতরের কর্মীরা এসে পূর্ন বয়স্ক হায়না টিকে উদ্ধার করে নিয়ে যায়। তবে কিভাবে হিংস্র হায়না এই এলাকায় এলো সেই ব্যাপারে ভেবে স্থানীয় মানুষ আতঙ্কিত। স্থানীয় কচিকাঁচাদের খেলার জায়গায় রয়েছে রাস্তার পাশে।আর এখানে পাওয়া গেছে মৃত হায়না টিকে। স্থানীয় মানুষ বন দফতরের কর্মীদের এই এলাকায় আরো নজরদারি চালানোর আর্জি জানান।বন দফতরের কর্মীরা বলেন আমরা খোঁজখবর শুরু করেছি কিভাবে হায়না টি এখানে এলো এবং কিভাবে মারা গেল পূর্ন বয়স্ক হায়নাটি।আমরা সিসি ক্যামেরার সাহায্যে নিচ্ছি।

error: Content is protected !!