নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর : ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুর্গাপুর গভর্মেন্ট কলেজ থেকে এক শোভাযাত্রা হয় । শোভাযাত্রাটি বি ওয়ান মোড় পর্যন্ত যায়। গভর্মেন্ট কলেজের ছাত্রছাত্রীরা থেকে শিক্ষক-শিক্ষিকা সকলেই অংশ গ্রহণ করেন।
গভর্মেন্ট কলেজের প্রিন্সিপাল দেবনাথ পালিত বলেন মাতৃভাষার জন্য যারা শহীদ হয়েছেন তাদেরকে
আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি তাদের আত্মার উদ্দেশ্যে শান্তি কামনা করি এর পাশাপাশি সরকারি মহাবিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের ভাষা সম্পর্কে সচেতনতা সেই সম্পর্কে জানা আমাদের সামাজিক দায়বদ্ধতা আছে সেটাকে সামনে রেখেই দুর্গাপুরের বি ওয়ান মোড় পর্যন্ত আমরা এই রেলির আয়োজন করেছি, এই ভাবেই আমরা মাতৃভাষা দিবস পালন করছি।