গনেশ চক্রবর্তী, দুর্গাপুর : দুর্গাপুর মহকুমা হাসপাতালে শিশু স্বাস্থ্য সচেতনতার পোষ্টারে বাংলাদেশের লোগো লাগানো নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে।সিসি ক্যামেরা, বেসরকারি নিরাপত্তা বেষ্টনী থাকা সত্ত্বেও কে বা কারা বাংলাদেশের লোগো লাগানো পোষ্টার লাগালো হাসপাতালের ভিতরে এই ব্যাপারে হাসপাতালের সুপার অন্ধকারে। কে বা কারা বাংলাদেশের লোগো লাগানো পোষ্টার লাগালো হাসপাতালে তাও জানেন না সুপার। আবার কে বা কারা পোষ্টার টি খুললো তাও জানেন না সুপার। এই ঘটনার পর তার কোন তৎপরতা ও চোখে পড়ে হাসপাতালের অন্যান্য কর্মীদের বলে অভিযোগ।
ঘটনার ২৪ ঘন্টা অতিক্রান্ত হলেও সিসি ক্যামেরা নাকি সুপার দেখতে পারেননি টেকনিক্যাল লোকজন আসেনি বলে।এইসব উদভট যুক্তিতে তিতিবিরক্ত দুর্গাপুর মহকুমা হাসপাতালের বিজেপি সমর্থিত হাসপাতালের কর্মীরা। শনিবার বিজেপি নেতা চন্দ্রশেখর ব্যানার্জী কে সামনে রেখে হাসপাতালের বিজেপি কর্মীরা সুপারের পদত্যাগ দাবিতে সুপার ডাঃ ধীমান মন্ডল এর পদত্যাগ দাবিতে সোচ্চার হয়।
হাসপাতালের সামনে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। হাসপাতালের ভিতরে ঢুকে কে বা কারা বাংলাদেশের লোগো লাগানো পোষ্টার লাগালো তার পূর্নাঙ্গ তদন্তের দাবি করে বিজেপি কর্মীরা।