গনেশ চক্রবর্তী, দুর্গাপুর : দুর্গাপুরের সিটি সেন্টারের একটি শপিং মল সংলগ্ন এলাকার দুর্গাপুর উন্নয়ন পর্ষদের টেন্ডারে পার্কিংএর মেয়াদ শেষ হয়েছে গত ২৪ এর আগস্ট মাসে। মেয়াদ শেষ হয়ে গেলেও পার্কিং টি অবৈধ ভাবে চলছিল এতদিন। অবৈধভাবে মোটা টাকার পার্কিং ফিস নেওয়া হতো। স্থানীয় এক প্রভাবশালী এই পার্কিং চালাচ্ছিল এতদিন।
অবৈধ পার্কিং রমরমিয়ে চলছে এই খবর পেয়ে দুর্গাপুরের এক সাংবাদিক তন্ময় দাস ও তার সঙ্গী আরেক সাংবাদিক সাধন রুজ খবর সংগ্রহ করতে গেলে অভিযোগ চড়াও হয় ঔ প্রভাবশালীর দুই সাকরেদ। সাংবাদিক তন্ময় দাস কে শারিরীক ভাবে হেনস্থা করা হয়।
সাধন রুজের মোবাইল ভেঙ্গে দেবার হুমকি পর্যন্ত দেওয়া হয়। খবর পেয়ে ছুটে আসেন দুর্গাপুর প্রেস ক্লাবের অন্যান্য সব সাংবাদিকরা।সিটি সেন্টার পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনায় সিটি সেন্টারের পুলিশ ফাঁড়ির আধিকারিক এক ব্যক্তিকে আটক করে।
আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া দেন। তিনি বলেন সিটি সেন্টারের বিভিন্ন এলাকায় পার্কিং ফ্রি করা হয়েছে।আমি এই মাত্র খবর পেলাম। শপিং মলের সামনের ঔ পার্কিং টির টেন্ডারের মেয়াদ শেষ হয়ে গেছে তারপর ও কিভাবে চলছে আমি খবর নেবো। আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।