অন্ডাল ,দুর্গাপুর ফরিদপুর ও পাণ্ডবেশ্বর ঘাসফুলের জয়জয়কার

১১ই জুলাই২০২৩ সন্ধ্যা ৭টা

ব্যুরো নিউজ : খনি অঞ্চল জুড়ে ফুটল ঘাস ফুল। খনি অঞ্চলের সর্বত্রই তৃণমুলের জয় জয়কার। সবুজ আবীর নিয়ে আনন্দে মেতে উঠলেন শাসকদলের নেতা কর্মীরা। জেলা নির্বাচন কমিশন সুত্রে জানা গিয়েছে, খনি অঞ্চলের অন্ডাল, দুর্গাপুর-ফরিদপুর ও পান্ডবেশ্বর এই তিনটি ব্লকের প্রতিটি গ্রাম পঞ্চায়েত নিজেদের দখলে রাখলো তৃণমূল কংগ্রেস। অন্ডাল ব্লক- (৮টি পঞ্চায়েত)

১.খান্দরা পঞ্চায়েতের ২৩ টি আসনের মধ্যে কুড়িটি তৃণমূলের দখলে তিনটি সিপিআইএম এর অধীন।২.উখরা ২৭ টি আসনের মধ্যে ২৫ টি তৃণমূল দুটি নির্দলের। ৩.দক্ষিণখন্ড গ্রাম পঞ্চায়েতের ১৬ টি আসনের মধ্যে ১৬ টি পেয়েছে তৃণমূল। ৪.মদনপুর পঞ্চায়েতের ২৫ টি আসনের মধ্যে ২৩ টি তৃণমূলের ২ টি পেয়েছে সিপিআইএম ।

৫.কাজোরা পঞ্চায়েতের ২৫ টি আসনের মধ্যে ২৩ টি তৃণমূলের দুটি সিপিআইএমের দখলে । ৬.অন্ডাল পঞ্চায়েতের ২৬ টি আসনের মধ্যে ২৫ টি তৃণমূলের দখলে, ১ টি পেয়েছে সিপিএম। ৭.রামপ্রসাদপুর ২২ টি আসনের মধ্যে কুষ্টি পেয়েছে তৃণমূল একটি পেয়েছে সিপিআইএম । ৮.শ্রীরামপুর পঞ্চায়েতের ৬ টি আসনের মধ্যে ৪ টি তৃণমূলের দখলে ২ টি পেয়েছে বিজেপি।

 

পান্ডবেশ্বর ব্লক (৬টি পঞ্চায়েত)

১.কেন্দা ২.বৈদ্যনাথপুর ৩.নবগ্রাম ৪.হরিপুর ৫.ছোড়া ৬.বহুলা

দুর্গাপুর-ফরিদপুর ব্লক (৬ টি পঞ্চায়েত)

১.গোগলা পঞ্চায়েতে ২২ টি আসনে ২২ টি তৃণমূলের দখলে

২. দুর্গাপুর ফরিদপুর ব্লকের ১৮টি পঞ্চায়েত সমিতির আসনের মধ্যে ১৮ টিতেই জয় লাভ করেছে তৃণমূল কংগ্রেস। লাউদোহা পঞ্চায়েতে পঞ্চায়েতের ২১ টি আসনের মধ্যে ২০ টি পেয়েছে তৃণমূল ১ টি সিপিআইএম।

৩.জেমুয়া পঞ্চায়েতের ১৭ টি আসনের মধ্যে ১৭ টি তৃণমূলের দখলে।

৪.গৌরবাজার ১১ টি আসনের মধ্যে ১০ টি পেয়েছে তৃণমূল ১ টি বিজেপি।

৫.প্রতাপপুর পঞ্চায়েতের ১৬ টি আসনের মধ্যে ১৬ টি তৃণমূলের ঝুলিতে।

৬.ইছাপুর পঞ্চায়েতের ২১ টি আসনের মধ্যে ২১ টি পেয়েছে তৃণমূল।

পাণ্ডবেশ্বর এর পঞ্চায়েত আসন সংখ্যা ১৩৪ তৃণমূল পেয়েছে ১৩৩, সিপিআইএম একটি। দুর্গাপুর ফরিদপুর ব্লকের মোট আসন সংখ্যা ১১০, তৃণমূল পেয়েছে ১০৮ টি আসন, সিপিআইএম একটি বিজেপি একটি। অন্ডাল ব্লগে মোট আসন সংখ্যা ১৭০ তৃণমূল পেয়েছে ১৫৭টি আসন, সিপিআইএম পেয়েছে মোট ৯ টি,বিজেপি দুটি ও নির্দল দুটি। জামুরিয়ায় পঞ্চায়েতে মোট আসন সংখ্যা ১১২,তৃণমূল পেয়েছে ৯৫ টি, সিপিআইএম ১৩ টি, বিজেপির দুটি ও নির্দল দুটি। রানীগঞ্জ ব্লকের মোট পঞ্চায়েতের আসন সংখ্যা ৯৩ তৃণমূল পেয়েছে ৮০ টি আসন সিপিআইএম ১০ টি ও বিজেপি ২ টি আসন।

অন্যদিকে দুর্গাপুর ফরিদপুর ব্লকের ১৮টি পঞ্চায়েত সমিতির মধ্যে ১৮ টিই দখলের রাখল তৃণমূল। সন্ধ্যা সাতটা পর্যন্ত দুর্গাপুর ফরিদপুর ব্লকের দুটি জেলা পরিষদের মধ্যে একটি ফল ঘোষণা হয়েছে একটিতে তৃণমূল কংগ্রেস জয়ী, অন্যদিকে পাণ্ডবেশ্বর এর পঞ্চায়েত ১৮টি পঞ্চায়েত সমিতির মধ্যে দুটির ফল ঘোষিত হয়েছে দুটিতে দুটিই তৃণমূলের দখলে।

 

সব মিলিয়ে ২০২৩ এর পঞ্চায়েত নির্বাচনে পশ্চিম বর্ধমানের সব কটি পঞ্চায়েতেই পঞ্চায়েত গঠন করতে চলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস।

error: Content is protected !!