তুহিন কাশ্যপ, দুর্গাপুর : গোপন সূত্রে খবর পেয়ে দুর্গাপুরের কোক ওভেন থানার পুলিশ বড়সড় ডাকাতির ঘটনা রুখে দিলো। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া পাঁচ ডাকাতকে রীতি মতো সিনেমা কায়দায় ধরলো কোক ওভেন থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে বুধবার গভীর রাতে দুর্গাপুর বাজার সংলগ্ন এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল সশস্ত্র ডাকার দল। গোপন সূত্রে খবর পেয়ে পৌছায় পুলিশ। পুলিশ ডাকাতদল কে ধরতে গেলে ডাকাত দলের সঙ্গে ধস্তাধস্তি হয়। পুলিশ পাঁচ ডাকাতকে গ্রেফতার করে। পুলিশ জানায় ধৃতরা হলো বিহারের ঝাঁঝার রণজিৎ রবিদাস, সন্তোষ দাস, ভিকি শা, বিজয় শা ও উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের দীপক দাস। সেই সঙ্গে উদ্ধার হয় একটি ওয়ান শাটার পিস্তল, একটি নাইন এমএম পিস্তল ও ১০ রাউন্ড কার্তুজ। কোক ওভেন থানার পুলিশ বৃহস্পতিবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করে।