বুধবার,২৫ শে ডিসেম্বর ২০২৪
গনেশ চক্রবর্তী, দুর্গাপুর : দুর্ঘটনা রোধে ট্রাফিক নিয়ম মেনে চলার সচেতনতা বাড়াতে মুচিপাড়ায় ট্রাফিক পুলিশের সঙ্গে রাস্তায় নামলো বৃহন্নলারা।২৫ শে ডিসেম্বর বড়দিনে সকালে মুচিপাড়ায় দেখা গেল রাস্তায় নেমে সাধারণ মানুষ কে ট্রাফিক নিয়ম মেনে চলার পরামর্শ দিচ্ছেন একদল বৃহন্নলা।শীত মরসূমে পিকনিকের সময় রাস্তায় বেরিয়ে যাতে কেউ দুর্ঘটনার শিকার না হন সেই লক্ষ্যেই এই অভিনব প্রচারের উদ্যোগ বলে জানা গেছে মুচি পাড়ার সাব ট্রাফিক গার্ড সূত্রে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের মুচিপাড়া সাব ট্রাফিক
গার্ডের এই সচেতনতা অভিযানে ছিলেন এদিন আসানসোল দুর্গাপুর কমিশনারেট ডিসি ট্রাফিক ভি জি সতীশ পশুমারথি,
টি আই ফোর সন্তোষ ভকত এবং ওসি মুচিপাড়া ট্রাফিক সতীনাথ শীল ও ট্রাফিক পুলিশের কর্মীরা।