১৪ ই জুলাই দুর্গাপুরে লোপামুদ্রা মিত্রের সঙ্গীতানুষ্ঠান। দুর্গাপুরের বিশিষ্ট মানুষজনদের সম্মান জানাতে দুর্গাপুর সম্মান অনুষ্ঠানে শিল্পী লোপামুদ্রা মিত্র গান গাইবেন

ব্যুরো নিউজ : শিল্পীরা একটু স্বার্থপর হন। একটু মুখটা ঘুরিয়ে রাখতে হয়।নাহলে চলে না। সোমবার দুর্গাপুরে এসে একথা এক বিশেষ প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিশিষ্ট সঙ্গীত শিল্পী লোপামুদ্রা মিত্র একথা বলেন।১৪ ই জুলাই দুর্গাপুরের সৃজনীতে কলকাতা ও দুর্গাপুরে এক সংস্থা এবং শিল্পী লোপামুদ্রা মিত্রের এনজিওর যৌথ উদ্যোগে হতে চলছে দুর্গাপুর সম্মান অনুষ্ঠান।এই অনুষ্ঠানটি কে আকর্ষণীয় করতে তুলতে শিল্পী লোপামুদ্রা মিত্র গান গাইবেন উপস্থিত দর্শকদের জন্য। এইজন্য সোমবার দুর্গাপুরের সিটি সেন্টারের এক হোটেলে প্রেস কনফারেন্স হয়। সেখানেই এক প্রশ্নের উত্তরে লোপামুদ্রা মিত্র একথা বলেন। লোপামুদ্রা মিত্র এদিন বলেন আমার সংস্থার সঙ্গে সঙ্গে আরো ৫০ জনের সংসার ও চলে। লকডাউনে তাদের আমি দেখেছি।ভ্যাকসিন দিয়েছি। শিল্পী শুভমিতাও ইনাদের পাশে ছিলেন সাহায্য করেছেন। শিল্পী লোপামুদ্রা মিত্রের ৩০ বছর সঙ্গীত জীবনকে সম্মান জানাতে এবং দুর্গাপুরের বিশিষ্ট মানুষজনদের ১৪ ই জুলাই দুর্গাপুর সম্মান অনুষ্ঠানে সম্মানিত করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা এদিন।শিল্পী লোপামুদ্রা মিত্র এদিন বলেন আমাকে নিয়ে অনেকে অনেক কথা বলেন। ৩০ বছরের সঙ্গীত জীবন নিয়ে শিল্পী লোপামুদ্রা মিত্র বলেন আমার ৩০ বছরের সঙ্গীত জীবনে আমি যা পেয়েছি সেটা অনেক। আমি সঙ্গীত এর সঙ্গে সঙ্গে আমার এই সামাজিক কর্মকাণ্ড চালিয়ে যাবো। সকলের সহযোগিতায় দুর্গাপুর সম্মান যাতে সাফল্যমন্ডিত হয় সেই আশা রাখি বলেন শিল্পী লোপামুদ্রা মিত্র।

error: Content is protected !!