কড়া নিরাপত্তায় সকাল৮ টা থেকে ভোট গননা শুরু হবে।কাঁকসায় গননা কর্মীরা মেটাল ডিটেক্টরের মধ্যে দিয়ে গননা কেন্দ্রে প্রবেশ করেছেন

ব্যুরো নিউজ : মঙ্গলবার কাঁকসা ব্লকের ভোট গণনা শুরু হবে কাঁকসার বিডিও অফিস সংলগ্ন একটি বেসরকারি কলেজে। কলেজের চারপাশে সকাল থেকেই মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এবং রাজ্য পুলিশের কর্মীরা। সকাল থেকেই নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে কলেজের চার পাশ।

শাসক দল থেকে শুরু করে অন্যান্য বিরোধী দলের নির্বাচনী এজেন্টদের পরিচয় পত্র দেখার পর তবেই প্রবেশ করানো হচ্ছে গণনা কেন্দ্রে।

কলেজের মূল গেটে বসানো হয়েছে স্ক্যানার মেশিন, রয়েছে মেটাল ডিটেক্টর।

সকাল থেকেই গণনা কেন্দ্রের সামনে ভিড় জমিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকেরা। কাঁকসার ৭টি গ্রাম পঞ্চায়েতের ভোট গণনা শুরু হবে নির্ধারিত সময়েই।

কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি ভবানী ভট্টাচার্য জানিয়েছেন শান্তিপূর্ণভাবে যেমন নির্বাচন হয়েছে তেমন শান্তিপূর্ণভাবেই ভোট গণনা হবে।

error: Content is protected !!