বৃহস্পতিবার,২৪ শে অক্টোবর ২০২৪
সোমনাথ মুখার্জি,অন্ডাল :- একদিকে সাইক্লোন দানার আতঙ্কে আতঙ্কিত রাজ্যবাসী, সাইক্লোনের রাজ্যের বিভিন্ন এলাকায় চলছে বৃষ্টিপাত। ঠিক সেই মুহূর্তে জলেরই দাবিতে খান্দরা অন্ডাল যাওয়ার প্রধান রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হল খান্দরার ডাঙ্গালপাড়া এলাকার স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার সকালে পথ অবরোধ হয়। পথ অবরোধের জেরে প্রবল যানজটের সৃষ্টি হয় উখড়া- অন্ডাল প্রধান রাস্তার ওপর। অবশেষে পঞ্চায়েতের আশ্বাসে প্রায় এক ঘন্টা পর অবরোধ তুলে নেন স্থানীয়রা।অবরোধকারী স্থানীয় বাসিন্দা লতা বাউরী জানান, খানদরা পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় নিয়মিত PHE – র জল সরবরাহ হচ্ছে কিন্তু বিগত ১০ দিন ধরে খান্দারার ডাঙ্গালপাড়া এলাকায় PHE-র জল সরবরাহ বন্ধ বলে অভিযোগ তাদের। স্থানীয়দের দাবি যদি জলের পাইপলাইন খারাপ আছে তাহলে পঞ্চায়েতের তরফ থেকে আগাম কোন বার্তা কেন দেওয়া হয়নি স্থানীয়দের? ১০ দিন ধরে জল না থাকায় চরম সমস্যায় পাড়ার শতাধিক মানুষ । অন্যদিকে রাস্তা অবরোধের যানজট হয় ঘটনাস্থলে পৌঁছায় উখড়া ফাঁড়ির পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে খান্দরা পঞ্চায়েতের শুভাশিস সিনহা নামে এক পঞ্চায়েত সদস্য জানান, ডাঙ্গালপাড়া এলাকায় পিএইচির পাইপ লাইন খারাপ ছিল যা সারানোর নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই। এবং আগামীকাল থেকেই ওই এলাকায় জল সরবরাহ নিয়মিত হবে বলে আসার দেন তিনি। তার আশায় সেই অবরোধ তুলে নিন স্থানীয়রা। পরে রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়।