রবিবার,১লা সেপ্টেম্বর ২০২৪
ব্যুরো নিউজ, নিউজ বাংলা ডিজিটাল : দুর্গাপুরের ৩২ নং ওয়ার্ডের পলাশডিহায় পলাশডিহা নিমতলা বয়েস এর পরিচালনায় কচিকাঁচাদের ফুটবল খেলায় উৎসাহ দিতে নিয়ে রবিবার একটি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।১৬ টি ফুটবল টিমএই প্রতিযোগিতায় অংশ নেয়। পলাশ ডিহা স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়। আদিবাসী ক্লাব রানার্স আপ হয়। মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনো স্কুলের কর্ণধার দীপেশ নন্দী,বিশিষ্ট সমাজকর্মী অমিতাভ ব্যানার্জি ও জয়দীপ ব্যানার্জি। বক্তব্য রাখতে গিয়ে অমিতাভ ব্যানার্জী বলেন দুর্গাপুর খেলাধুলার শরীর চর্চার শহর। সংস্কৃতি মনস্ক মানুষের বসবাস এখানে। আপনারা কচিকাঁচাদের ফুটবল খেলায় উৎসাহ দিতে পাড়ায় পাড়ায় ফুটবল খেলার আয়োজন করুন। দেখবেন সকলেই আনন্দে উপভোগ করবেন তাতে।