রবিবার,১লা সেপ্টেম্বর ২০২৪
ব্যুরো নিউজ, নিউজ বাংলা ডিজিটাল : অন্ধজনে দেহ আলো।মরনোত্তর চক্ষু দানে অঙ্গীকারের জন্য দুর্গাপুর ব্লাইন্ড রিলিফ সোসাইটি সবসময় কাজ করে চলছে দুর্গাপুরে। রবিবার দুর্গাপুর ব্লাইন্ড রিলিফ সোসাইটি এবং দুর্গাপুর বিধান নগর রেসিডেন্ট এসোসিয়েশনের যৌথ উদ্যোগে মরনোত্তর চক্ষু দানের সচেতনতায় আলোক যাত্রা নামক পদযাত্রা হয়।এই পদযাত্রায় শহরের বিশিষ্ট মানুষরা পদযাত্রায় হাঁটেন। পদযাত্রায় পা মেলান বিশিষ্ট সমাজসেবী অমিতাভ ব্যানার্জী। অমিতাভ ব্যানার্জী বলেন সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে এই সচেতনতা দরকার যে মরনোত্তর চক্ষু দান করতে হবে। অন্ধ মানুষজনকে আলো দিতে হবে আমাদের।এটা আমাদের সামাজিক কর্তব্য।