শনিবার কাঁকসার বাবনাবেড়া গ্রামে পঞ্চায়েত পঞ্চায়েত নির্বাচনের দিন বহিরাগতরা দুস্কৃতিরা বাইক নিয়ে ১৪৪ ও ১৪৫ নম্বর বুথ দখল করতে আসে এমনই অভিযোগ ওঠে।
এলাকার মানুষ দুষ্কৃতীদের তাড়া করতেই বাইক ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা।
বেশ কয়েকটি বাইক ভাঙচুর করার পাশাপাশি দুটি বাইকে আগুন লাগিয়ে দিয়েছিল গ্রামবাসীরা।রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশে জেলা নির্বাচন কর্মকর্তারা সোমবার ফের ভোট গ্রহন করার কমিশনের সেই নির্দেশকে বলবৎ করেন।
সেই দুটি বুথে সোমবার কড়া নজরদারিতে শুরু হয় পুনঃ নির্বাচনের ভোট গ্রহণ।
এদিন সকাল থেকেই সেই ভোট গ্রহণ কেন্দ্রে মানুষ ভোট দিতে আসে।
বুথে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
ভোটার রা জানিয়েছেন কোনো রকম আতঙ্কের পরিবেশ নেই।
একদম শান্তিপূর্ণ ভাবেই ভোট চলছে।কড়া নজরদারি চলছে গোটা এলাকায়।
যদিও এদিন সিপিআইএম এর পক্ষ থেকে কোনো কোনো বুথেই পোলিং এজেন্টদের দেখা পাওয়া যায় নি।
এবিষয়ে কাঁকসা পঞ্চায়েত সমিতির তৃণমূলের প্রার্থী দেবদাস বক্সী জানিয়েছেন গত শনিবার সিপিআইএম কর্মীরা বুথে যে কান্ড ঘটিয়েছিল সেই কারণেই ভয়ে তারা কেউ বুথে এজেন্ট বসায় নি আজ।