কাঁকসার শোকনায় মায়ের ভোট ছেলে দেবার অভিযোগ

ব্যুরো নিউজ : মায়ের ভোট ছেলে দিল। সোমবার  পুনঃ নির্বাচনের দিন সাত সকালেই এই অভিযোগ উঠলো এক ব্যাক্তির বিরুদ্ধে। ঘটনা টি ঘটেছে কাঁকসার শোকনা গ্রামের পুনঃ নির্বাচনের জন্য শোকনার ১৫১ নম্বর ভোটগ্রহণ কেন্দ্রে।
ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। অশোকা বাউরি নামের এক বৃদ্ধার ভোট পরমেশ্বর বাউরি নামের ব্যাক্তি দিয়ে দেয়।সে নিজেকে অশোকা বাউরির ছেলে বলে দাবি করেন।
যদিও পরমেশ্বর বাউরি বিষয়টি স্বীকার করে নিয়ে তিনি জানান তার মা চোখে দেখতে পান না।
সেই কারণে তিনি তার মায়ের ভোট দিয়েছেন তার সঙ্গে তার নিজের ভোটটি ও দিয়েছেন।
এই বিষয়ে বুথ কেন্দ্রের ভিতর থাকা প্রিজাইডিং অফিসার কোন অবজেকশন তাকে করেনি বলে তিনি জানিয়েছেন। তিনি সমস্ত ঘটনা অস্বীকার করেন।
তিনি প্রিজাইডিং অফিসার কে জানিয়েই ভোটটি দিয়েছেন।
যদিও প্রিজাইডিং অফিসার জানিয়েছেন এমন কোনো ঘটনা ঘটে নি তার বুথে। শনিবার অনেকেই ভোট দিতে পারেননি সোমবার কড়া নিরাপত্তা বেষ্টনীতে শোকনায় ১৫১ নং এই বুথে পুনঃ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হতেই ভোটারদের লম্বা লাইন দেখা যায়। বিশেষ করে মহিলারা সকাল সকাল ভোট দেবার জন্য অধীর আগ্রহে ভোটের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

error: Content is protected !!