বুধবার,২১ শে আগস্ট ২০২৪
গনেশ চক্রবর্তী, নিউজ বাংলা ডিজিটাল : আর জি করের ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে রাজ্য উত্তাল।পথে নেমে মহিলারা সোচ্চার। নিরাপত্তার দাবি তুলে প্রতিদিন মিছিল মিটিং চলছে রাজ্য জুড়ে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবার জোর তৎপরতা শুরু করলো। বুধবার সিটি সেন্টারের জনবহুল বিভিন্ন এলাকায় মহিলা পুলিশ বাহিনী শক্তি রাস্তায় নেমে মহিলাদের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করে।অভয় দেন মহিলাদের। মহিলা পুলিশ আধিকারিকরা মোবাইল নম্বর দেন মহিলাদের।জাংশন মল চত্ত্বরে আসা মহিলাদের সঙ্গে কথা বলে তাদের নিরাপত্তা বিষয়ক বিভিন্ন পরামর্শ দেন। দুর্গাপুরের ডিসিপি অভিষেক গুপ্তার নেতৃত্বে এসিপি দুর্গাপুর থানার ওসি সহ বিশাল পুলিশ বাহিনী সিটি সেন্টারের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে নিরাপত্তা সুনিশ্চিত করতে উদ্যোগী হন। রাস্তায় পথচলতি মানুষের সঙ্গে কথা বলেন তাদের বিভিন্ন পুলিশ আধিকারিকদের মোবাইল নম্বর দেওয়া হয় এমনকি রাস্তায় বাস থামিয়ে বাসের সাধারণ যাত্রীদের সঙ্গেও কথা বলেন ডিসিপি অভিষেক গুপ্তা এবং শক্তি বাহিনী। মহিলাদের পরামর্শ দেওয়া হয় বিপদ বুঝলেই থানার কন্ট্রোল রুম বা ডায়াল ১০০ কল করতে। হাত বাড়ালেই পুলিশ যে বন্ধু সেই বার্তা দেওয়া হয়।ডিসিপি পূর্ব অভিষেক গুপ্তা বলেন এটা বিশেষ অভিযান সেরকম কিছু নয়।এটা পুলিশের রুটিন কর্মসূচি। মহিলাদের অভয় দিতে শক্তি বাহিনীর রুটিন কর্মসূচি।