রবিবার,১৮ই আগস্ট ২০২৪
গনেশ চক্রবর্তী, নিউজ বাংলা ডিজিটাল : দুর্গাপুরের শোভাপুর গ্রামের এক যুবক মর্নিং ওয়াক করতে বেরিয়ে ১৩ ই আগস্ট থেকে নিখোঁজ।নিখোঁজ যুবকের নাম সৌরভ সূত্রধর।বয়স ২৫। সৌরভ বাড়ি না ফেরায় চিন্তিত পরিবারের লোকজন শেষমেশ দুর্গাপুরের বিজোন ফাঁড়ির পুলিশের দ্বারস্থ হন।সৌরভ সূত্রধরের মা কাত্যায়নী সূত্রধর ছেলের নিখোঁজের অভিযোগ দায়ের করেন। নিখোঁজ সৌরভ সূত্রধরের মাসি লক্ষী বাল্মীকির অভিযোগ সৌরভের নিখোঁজের পিছনে সৌরভের এক বন্ধুর সঙ্গে বিবাদের সম্পর্ক থাকতে পারে আমাদের অনুমান।লক্ষী বলেন পুলিশকে সব দিক খতিয়ে দেখতে বলেছি আমরা।বিজোন ফাঁড়ির পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
সৌরভের এই রহস্যজনক নিখোঁজের সঠিক তদন্ত হবে,আমাদের ভরসা রয়েছে পুলিশের উপর। সৌরভের মাসির দাবি সৌরভ আগে শোভা পুরের বেসরকারি হাসপাতালে কাজ করতো।পরে হঠাৎ কাজ ছেড়ে দেয়।সৌরভ বর্তমানে দুর্গাপুর মহকুমা হাসপাতালে এক বেসরকারি সংস্থার সুপার ভাইজারের কাজে কর্মরত। লক্ষী বাল্মীকি বলেন সৌরভের পুরানো এবং নুতন দুই কর্মস্থলে কোন সমস্যা ছিল কিনা সেই বিষয়ে খতিয়ে দেখতে পুলিশকে অনুরোধ করেছি আমরা।