বৃহস্পতিবার,৪ ই জুলাই ২০২৪
ব্যুরো নিউজ,নিউজ বাংলা ডিজিটাল : এডিডিএ বা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ দুর্গাপুরের সরকারি জমি পুনরুদ্ধারের জন্য নির্দিষ্ট সময় সীমা বেঁধে দিয়েছিল। জবরদখল সরাতে গত সোমবার মাইকিং এবং বিভিন্ন এলাকায় নোটিশ দেওয়া হয়।নিজেরা সরিয়ে না নিলে দোকান সব এডিডিএ এর পক্ষ থেকে সমস্ত দোকান ভেঙ্গে দেওয়া হবে।।সিটি সেন্টার জুড়ে রাস্তার একধার সরকারি জমি সব দখল হয়েছিল। তাছাড়া স্মার্ট বাজার এর উল্টো দিক,সিটি সেন্টারের বাসস্ট্যান্ড,গোটা এলাকা নির্দিষ্ট সময় সীমা পের হবার আগেই জবরদখলদাররা নিজেরাই তাদের দোকান সরিয়ে নেয়।সেই চিত্র দেখা যায়।