অন্ডালের খান্দরায় তৃণমূল পঞ্চায়েত প্রধান ও উপ প্রধানের নামে পড়লো “চোর চোর ” পোস্টার 

রবিবার,৩০শে জুন ২০২৪

সোমনাথ মুখার্জি, অন্ডাল,৩০ জুন:- রবিবার ভোর হতেই পথ চলতি মানুষের নজরে এলো বেশ কিছু পোস্টার দেওয়ালে সাঁটানো। পোস্টারের লেখা ‘চোর চোর চোর, খান্দরা গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান গণেশ বদ্যকর চোর।খান্দরা গ্রাম পঞ্চায়েতের প্রধান চোর।’ যাকে ঘিরে পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের খান্দরা জুড়ে রবিবার সকাল থেকেই পড়ে গেল শোরগোল। উল্লেখ্য গত ২৪ শে জুন উপপ্রধানকে পঞ্চায়েত কার্যালয়ের ভেতর আটকে রেখে তালা দিয়ে প্রধান আর উপ প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছিল পঞ্চায়েতের ১৩ জন সদস্য। শাসকদলের গোষ্ঠীকোন্দলে তুলকালাম পরিস্থিতি তৈরি হয়েছিল সেদিন সকাল থেকেই। এবার প্রধান আর উপপ্রধানের বিরুদ্ধে ‘চোর চোর চোর’স্লোগানে পোস্টার পড়লো খান্দরাড় বিভিন্ন এলাকায় । প্রধান এবং উপপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির এই পোস্টার ঘিরে বিড়ম্বনায় পড়েছে জেলা তৃণমূল। যদিও খান্দরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গণেশ বাদ্যকর বলেন,”যারা কাজের মানুষ হয় তাদের নিয়েই সমালোচনা করে। যদি আমরা দুর্নীতিগ্রস্ত কেউ প্রমাণ করতে পারে তাহলে যা শাস্তি হবে মাথা পেতে নেব। তবে এইসব পুরোপুরি বিরোধীদের চক্রান্ত” এমনটাই জানালেন খান্দরা পঞ্চায়েতের এক সদস্য আশিষ ভট্টাচার্য। অন্যদিকে সিপি আই এম নেতা অঞ্জন বক্সী জানান, এটা তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব, এর সাথে সিপিআইএমের কোনো যোগাযোগ নেই। কারণ তারা এ ধরণের রাজনীতিতে বিশ্বাস করে না।

error: Content is protected !!