রবিবার,২৩ শে জুন ২০২৪
তুহিনাভ চক্রবর্তী, দুর্গাপুর : সিআইএসএফের বাসের ধাক্কায় মৃত্যু হলো এক আদিবাসী যুবকের । বাসটি ডিটিপিএসের বলে দাবি স্থানীয় মানুষের। স্থানীয় যুবক টি রাস্তা পারাপারের সময় বাস টি তাকে রঙ রাস্তায় এসে পিষে দেয় বলে দাবি স্থানীয় মানুষের। এরপর বাসটি দ্রুত গতিতে চলে যায়।ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের তামলা ব্রীজ এলাকায়। এরপর
সংকটজনক অবস্থায় আহত ব্যক্তিকে স্থানীয় মানুষ সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
মৃত যুবকের নাম মগলা হেমরম , ২০বছর বয়স।তামলাএলাকার বাসিন্দা ।এ এই দুর্ঘটনা পর স্থানীয় মানুষ ক্ষোভে ফেটে পড়ে তামলা এলাকার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। দীর্ঘ ক্ষন অবরোধ চলায় রাস্তায় যানজট সৃষ্টি হয়।
খবর সংগ্রহ করা পর্যন্ত রাত দশটা নাগাদ জানা যায় দুর্গাপুর থানার বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিয়ে অবরোধ তোলার চেষ্টা করছে ।