Breaking News : Suspected Terrorist Arrested বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে মানকর কলেজের কম্পিউটার সায়েন্স পড়ুয়া হাবিবুল্লাহ র বিরুদ্ধে দেশদ্রোহীতার মামলা দায়ের হলো

রবিবার,২৩ শে জুন ২০২৪,

ক্রাইম রিপোর্টার,নিউজ বাংলা ডিজিটাল  : শেষমেশ মানকর কলেজের কম্পিউটার সায়েন্স পড়ুয়া মহম্মদ হাবিবুল্লাহর বিরুদ্ধে দেশদ্রোহীতার মামলা দায়ের করা হলো । রবিবার হাবিবুল্লাহ কে প্রথমে আটক করা হয় পরে তাকে তথ্য প্রমাণের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। রবিবার  হাবিবুল্লাহ কে কাঁকসা থানার পুলিশ দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করে। হাবিবুল্লাহ কাঁকসা থানার মীরে পাড়ার বাসিন্দা।জানা গেছে  হাবিবুল্লাহ র বিরুদ্ধে অভিযাগ বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে হাবিবুল্লাহ নিবিড় সম্পর্ক রয়েছে।রাজ্য পুলিশের এসটিএফ  দীর্ঘদিন ধরে কড়া নজরদারি চালানোর পর তথ্য প্রমাণের ভিত্তিতে হাবিবুল্লাহ কে আটক করে কাঁকসা থানার পুলিশের হাতে তুলে দেয় শনিবার রাতে। পুলিশ সূত্রে জানা গেছে  দীর্ঘদিন ধরে হাবিবুল্লাহ সোশ্যাল মিডিয়ায় বিপ ম্যাসেজিং অ্যাপের মাধ্যমে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম ‘ এর সঙ্গে যোগাযোগ রাখছিল। হাবিবুল্লাহ র বিরুদ্ধে অভিযাগ হাবিবুল্লাহ আনসার আল ইসলাম এর নুতন গ্রুপ শাহদাদ এর জন্য নুতন সদস্য সংগ্রহ করছিল। এস টিএফ হাবিবুল্লাহ র মোবাইল ও ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে। এদিকে কাঁকসার মীরে পাড়ার বাসিন্দারা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন।পাড়ার মেধাবী ছেলে হাবিবুল্লাহ যার উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে সে কি করে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হতে পারে এটাই ভেবে পাচ্ছে না মীরে পাড়ার বাসিন্দারা।

error: Content is protected !!