রবিবার,১৬ ই জুন ২০২৪
গনেশ চক্রবর্তী, নিউজ বাংলা ডিজিটাল : দুর্গাপুরের সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার রবিবার বিকেলে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। পঙ্কজ রায় সরকার সহ প্রায় ১২০০ সিপিএম কর্মীর তৃণমূল কংগ্রেসে যোগদান ঘোষণা করেন মন্ত্রী অরুপ বিশ্বাস।দুর্গাপুরের তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে রবিবার বিকেলে এক সাংবাদিক সম্মেলন করে পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেস নেতৃবৃন্দ।রাজ্যের দুই গুরুত্বপূর্ণ মন্ত্রী অরুপ বিশ্বাস ও প্রদীপ মজুমদার বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের তৃণমূল কংগ্রেসের বিজয়ী সাংসদ কীর্তি আজাদ এবং পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীসহ জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন পঙ্কজ রায় সরকার। মন্ত্রী অরুপ বিশ্বাস এবং মন্ত্রী প্রদীপ মজুমদার, সাংসদ কীর্তি আজাদ এবং পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী পঙ্কজ রায় সরকারের হাতে এদিন দলীয় পতাকা তুলে দেন। এদিন পঙ্কজ রায় সরকার কে উপস্থিত সাংবাদিকরা প্রশ্ন করেন ২০১১র পর দুর্গাপুরে সিপিএমের মুখ ছিলেন আপনি, দলকে প্রথম সারির নেতৃত্ব দিয়েছেন এতদিন। আপনি দলের হোল টাইমার ছিলেন।২০২৪ এর লোকসভা ভোটের পর সেই দল ই আপনাকে দল বিরোধী কাজ করার জন্য এবং দলের রনকৌশলের বিরোধীতা করার জন্য বহিষ্কার করে। কি বলবেন আপনি? প্রশ্নের উত্তরে পঙ্কজ রায় সরকার বলেন দলের ভিতরে বহুদিন ধরে ই মনোমালিন্য চলছিল আমার সঙ্গে। বিভিন্ন ইস্যুতে এই মনোমালিন্য চওড়া হতে থাকে।বিশেষ করে আমাদের দল গরীবের দল।গরীব মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক কোথায় আমি প্রশ্ন তুলি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেসব জনহিতকর প্রকল্প গুলি মানুষের জন্য নিয়েছেন তা দল কেন সমর্থন করবে না এটাও প্রশ্ন ছিল আমার। তাছাড়া সিপিএমের ভোট কেন অন্য জায়গায় যাচ্ছে তার ও ব্যাখা দেন পঙ্কজ রায় সরকার এদিন। পঙ্কজ রায় সরকার বলেন সত্যি তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য কাজ করছেন। এটা মানতে আপত্তি কোথায়।পঙ্কজ রায় সরকার বলেন অর্থনীতি বিদ অমর্ত্য সেন গরীব মানুষের জন্য করতে বলেছিলেন সেই কাজ কেবলমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ই করেছেন।এইসব বিভিন্ন ইস্যুতে আমার সঙ্গে মনোমালিন্য বাড়ছিল। পঙ্কজ রায় সরকার বলেন আমি দলের হোল টাইমার হিসেবে কাজ করতে কেন্দ্রীয় সরকারের চাকরি পর্যন্ত ছেড়ে দিয়েছিলাম।১৬ বছর আরো চাকরি ছিল আমার। দলকে হোল টাইমার হিসেবে নেতৃত্ব দিয়েছি আমি।সময়ের সঙ্গে দলের নীতি কেও পরিবর্তন করতে হবে।এটা বোঝাতে আমি ব্যর্থ হয়ে যাই।এটাই নাকি দলের রন কৌশল রন নীতি বিরোধী আমি। এদিন পঙ্কজ রায় সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে তাকে তৃণমূল কংগ্রেসের দলের সদস্য হিসেবে যোগদান করানোর জন্য ধন্যবাদ জানান। অরুপ বিশ্বাস এদিন ঘোষণা করেন পঙ্কজ রায় সরকারের সঙ্গে ডি ওয়াই এফ আই সি, সিপিএম থেকে প্রায় ১২০০ সিপিএম কর্মী এদিন যোগদান করলেন তৃণমূল কংগ্রেস পরিবারে। অরুপ বিশ্বাস বলেন বিভিন্ন দল থেকে আরো অনেকে যোগাযোগ করেছেন তৃণমূল কংগ্রেসে যোগদান করার জন্য।দল অনুমোদন করলেই তাদের ও তৃণমূল কংগ্রেসে যোগদান করানো হবে। সূত্রের খবর দুর্গাপুর নগর নিগমের ভোটের আগে পঙ্কজ সরকারের তৃণমূল কংগ্রেসে যোগদান যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সিপিএমের এই লড়াকু অভিজ্ঞ নেতাকে নগর নিগমের ভোটে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে চলেছে।