দুর্নীতির‌ অভিযোগে সাসপেন্ড ডিএসপি কারখানার দুই উচ্চপদস্থ আধিকারিক

বৃহস্পতিবার,১৩ ই জুন ২০২৪

ব্যুরো নিউজ, নিউজ বাংলা ডিজিটাল : সেলের অডিট রিপোর্টে  দুর্গাপুর ইস্পাত কারখানার পেনশন খাতে বড়সড় দুর্নীতির প্রমান পেয়ে ডিএসপি কারখানা কর্তৃপক্ষ ডিএসপি কারখানার দুই উচ্চপদস্থ আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দায়ের করলো দুর্গাপুর থানায়।ডিএসপি কারখানার ডিজিএম (পিএন্ডটি) পিনাকী রঞ্জন মুখোপাধ্যায় এবং ডিপুটি ম্যানেজার ধ্রুব জ্যোতি রায়ের বিরুদ্ধে মঙ্গলবার দুর্নীতির অভিযোগ দায়ের করে ডিএসপি কর্তৃপক্ষ। অভিযোগ পেনশন খাতে ২০-২১ সালে ৩কোটি ৩৩ লাখ টাকার দুর্নীতির ধরা পড়েছে।খাতায় দেখানো হয়েছে ২০২১৭ সালের অবসর প্রাপ্তদের ঔ টাকা দেওয়া হয়েছে।সেল অথরিটি অফ ইন্ডিয়ার নিজস্ব অডিট রিপোর্টে এই দুর্নীতি ধরা পড়লে দুই আধিকারিকের নামে  ডিএসপি কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করে। সঙ্গে সঙ্গে নিজস্ব তদন্ত শুরু করে দুই আধিকারিককে সাসপেন্ড ও করা হয়।এই খবর চাউর হতেই ডিএসপি শ্রমিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

error: Content is protected !!