শুক্রবার,১৩ ই জুন ২০২৪
গনেশ চক্রবর্তী, নিউজ বাংলা ডিজিটাল : চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগে ভাঙচুর হলো দুর্গাপুর মহকুমা হাসপাতালে। অভিযোগে দুর্গাপুরের জেসি বোস এলাকার বাসিন্দা দশম শ্রেণীর ছাত্রীর নিশা কুন্ডু বুকে ব্যথা নিয়ে বৃহস্পতিবার সকালে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসার পর ধীরে ধীরে নিশা সুস্থ হয়ে উঠলেও মৃতার বাড়ির লোকজনদের অভিযোগ ট্রেন নার্স ভুল ইনজেকশন দেবার ফলে মারা যায় ছোট্ট নিশা।এই খবর হাসপাতাল থেকে মৃতার বাড়িতে দেওয়ার পর ক্ষোভে ফেটে পড়ে বাড়ির লোকজন। ক্ষোভে ফেটে পড়ে হাসপাতালে এসে ভাংচুর চালায় রোগীর পরিবারের লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। দোষী নার্সের চরম শাস্তির দাবিতে সরব হন মৃতার বাড়ির লোকজন। শেষমেশ পুলিশ হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।