শীঘ্রই অন্ডাল এয়ারপোর্ট থেকে গুয়াহাটি বাগডোগরা ভুবনেশ্বরের ফ্লাইট চালু হচ্ছে

মঙ্গলবার,১১ ই জুন ২০২৪

গনেশ চক্রবর্তী, নিউজ বাংলা ডিজিটাল :  অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমান বন্দর থেকে এবার আরো তিনটি নুতন রুটের বিমান পরিষেবা চালু করতে চলেছে বিমান পরিষেবা সংস্থা ইন্ডিগো। আগামী ৩০শে আগস্ট থেকে এই তিনটি রুটে বিমান পরিষেবা চালু হতে চলেছে বলে জানা গেছে।ইন্ডিগো বিমান সংস্থা এবার থেকে বাগডোগরা গুয়াহাটি এবং ভুবনেশ্বর বিমান পরিষেবা দেবে। আগামী ৩০শে আগস্ট থেকে এই তিনটি রুটে বিমান পরিষেবা চালু হতে চলেছে। অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমান বন্দরের ডিরেক্টর কৈলাস মন্ডল একথা জানান সংবাদ মাধ্যমকে। এতোদিন দিল্লী মুম্বাই চেন্নাই বেঙ্গালুরুর,ও হায়দ্রাবাদ ইন্ডিগো বিমান পরিষেবা দিয়ে আসছে। এরমধ্যে আগামী ৩০ শে আগস্ট থেকে আরো তিনটি নুতন রুটে বিমান পরিষেবা চালু হলে দুর্গাপুর এবং পার্শ্ববর্তী এলাকার বসবাস কারী মানুষরা উপকৃত হবেন। তাছাড়া পশ্চিম বর্ধমান সহ পূর্ব বর্ধমান বাঁকুড়া সহ সন্নিহিত অঞ্চলের মানুষের ভুবনেশ্বর যাতায়াতের‌ পথ আরো মসৃণ হলো বলেই মনে করছেন শিল্পাঞ্চলের মানুষ। দুর্গাপুরের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কর্মকর্তারাও এই খবরে খুশির কথা জানান। পর্যটকরাও খুশি ইন্ডিগো এবং কাজী নজরুল ইসলাম বিমান বন্দর কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে।

error: Content is protected !!