মঙ্গলবার,১১ ই জুন ২০২৪
ব্যুরো নিউজ,নিউজ বাংলা ডিজিটাল : ক্লাবে পুলিশের তালা ঝোলানোর অভিযোগকে কেন্দ্র করে লোকসভা ভোটের পর দুর্গাপুরের রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে।দুর্গাপুরের ১১ নং ওয়ার্ডের অন্তর্গত জঙ্গল মহল ক্লাবে হঠাৎ করে রাতের অন্ধকারে দুর্গাপুর থানার পুলিশ তালা ঝোলায় বলে অভিযোগ দুর্গাপুরের বিজেপি নেতৃত্বের। একটি রেজিষ্টাড ক্লাব যেখানে রাজ্য সরকার খেলাধুলায় আর্থিক অনুদান দেয় , ছোটোদের স্কুল হয় ক্লাবে, তাছাড়া বিভিন্ন সামাজিক কর্মসূচি হয় সারাবছর। সেই ক্লাবকে একদম ব্যাক্তি স্বার্থ চরিতার্থ করতে বিনা নোটিশে একটি ক্লাবে কিভাবে দুর্গাপুর থানার পুলিশ তালা ঝোলাতে পারে এই প্রশ্ন তোলেন বিরোধী দলের নেতারা।এই ঘটনায় দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। জানা গেছে ক্লাব সভাপতি অভিষেক রায় দল বদলেই যতো বিপত্তি হয়। অভিষেক রায় এতোদিন তৃণমূল কংগ্রেসের সক্রিয় নেতা ছিলেন।লোকসভা ভোটের আগে দল বদল করে অভিষেক রায় বিজেপিতে যোগদান করেছেন। বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের হয়ে ভোটের প্রচারে অংশ নিয়েছেন। সেই রোষে দুর্গাপুরের তৃণমূল কংগ্রেস ১১ নং ওয়ার্ডের স্থানীয় নেতৃবৃন্দের প্রবল চাপে পড়ে দুর্গাপুর জঙ্গল মহল ক্লাবে চাবি ঝোলায় দুর্গাপুর থানার পুলিশ ।এই অভিযোগ করেন দুর্গাপুরের পশ্চিম বিধান সভা কেন্দ্রের বিধায়ক স্বয়ং লক্ষন ঘড়ুই । যদিও দুর্গাপুর থানার পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে। এদিকে দুর্গাপুরের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বিজেপি বিধায়কের এই অভিযোগ অস্বীকার করেছে। তৃণমূল কংগ্রেস নেতৃত্ব জানায় নির্দিষ্ট অভিযোগ পেয়েই হয়তো পুলিশ জঙ্গল মহল ক্লাবে তালা ঝুলিয়েছে।আর আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে বিজেপির নেতারা।