রানীগঞ্জে রবিবার ভরদুপুরে নামকরা সোনার দোকানে দুঃসাহসী ডাকাতির ঘটনা ডাকাত দলকে ধরতে পুলিশের সঙ্গে ডাকাত দলের ব্যাপক গুলির লড়াই

রবিবার,৯ ই জুন ২০২৪

গনেশ চক্রবর্তী ,রানীগঞ্জ : যেন সিনেমার শুটিং হচ্ছে দেখে মনে হবে।  ভরা বাজারে ডাকাত দলকে ধরতে বাজারে টহলদারি পুলিশের খন্ড যুদ্ধ  ,গোলাগুলি চলছে।আর বাজারে আগতরা ভয়ে চিৎকার চেঁচামেচি করে প্রান ভয়ে দৌড়াদৌড়ি করছে। ঘটনাটি ঘটেছে রানীগঞ্জে।রবিবার ভরদুপুরে রানীগঞ্জের ডাক বাংলায় এক নামকরা সোনার দোকানে দুঃসাহসী ডাকাতির ঘটনা ঘটায় এলাকায় স্থানীয় মানুষ ও ব্যবসায়ী মহলে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে । রবিবার দুপুরে ভরা বাজারে ডাকাত দলের সঙ্গে বাজারে টহলদারি পুলিশের খন্ড যুদ্ধ হয়। বাজারে আগত ক্রেতারা প্রান বাঁচাতে ভয়ে চিৎকার চেঁচামেচি করে দৌড়াদৌড়ি শুরু করে দেয়।দুপক্ষই সমানে গুলি চালায়। স্থানীয় মানুষ ও পুলিশের দাবি ডাকাত দলের একজন আহত হয় । তবে বাজারের  কারোর হতাহতের খবর পাওয়া যায়নি খবর সংগ্রহ করা পর্যন্ত।যদিও ডাকাতরা আহত ডাকাতকে বাইকে করে নিয়ে চম্পট দেয়। তবে স্থানীয় মানুষের দাবি পুলিশের ধাওয়া খেয়ে ডাকাতরা একটি বাইক কে ফেলে চম্পট দেয়।  ডাকাতরা যাবার সময় এক থলি ভর্তি সোনার গহনা সঙ্গে নিয়ে যায়। স্থানীয় মানুষ জানান রবিবার দুপুর ১২টা ১৫ মিনিট নাগাদ রানীগঞ্জের ডাক বাংলার এক নামকরা সোনার দোকানে হঠাৎ করে হেলমেট ও টুপি পরে ছয় সশস্ত্র সাতজন লোক ক্রেতা সেজে ঢুকে পড়ে দোকানে ।প্রথমেই সোনার দোকানের নিরাপত্তা রক্ষীকে মারধর করে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেয়। তারপর নিজ নিজ মূর্তি ধারণ করে সোনার দোকানের ক্রেতা ও কর্মীদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ব্যাপক লুটপাট চালায়। এরপর এক বস্তা সোনা হাতিয়ে নিয়ে বের হবার সময় বাজারে টহলদারি পুলিশে সন্দেহ হবার কারণে ডাকাতদলকে ধরতে পুলিশ চ্যালেঞ্জ করে গুলি চালায়। ডাকাত দল ও পাল্টা গুলি চালায়। দুই পক্ষের মধ্যে তুমুল গোলাগুলি হয়। একজন ডাকাত আহত হয় স্থানীয় মানুষ ও পুলিশের দাবি।এইসব দেখে বাজারে আগতরা ভয়ে চিৎকার চেঁচামেচি করে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। এরমধ্যে বাইক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতিরা। স্থানীয় মানুষের দাবি নিমচার জঙ্গলের দিকে ডাকাত দল চলে যায়। পুলিশ ও ডাকাত দলের পিছনে ধাওয়া করে। পুলিশ নাকা চেকিং পয়েন্টে খবর দিয়ে গোটা এলাকা জুড়ে জোর তল্লাশি শুরু করে। পুলিশ এদিকে সোনার দোকান এবং আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। সোনার দোকানের ম্যানেজার এবং কর্মীদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করে ডাকাত দল কে ধরতে জোর তৎপরতা শুরু করেছে। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশে প্রাথমিক ভাবে ধারনা এটি ঝাড়খণ্ডের ডাকাত দল হবার সম্ভবনা প্রবল।দোকানের ক্রেতা ও কর্মীদের দাবি ডাকাত দলের সকলের বয়স ২২-২৪ বছরের মধ্যে এবং সকলেই হিন্দি ভাষাভাষী যুবক। এদিকে রবিবার সকাল ওদুপুর বিকেল নাগাদ  দুটি ঘটনা ঘটেছে। সকালে এক বাইক আরোহীর বাইক জাতীয় সড়কে দুষ্কৃতিরা আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ছিনতাই করে। অপরদিকে রবিবার দুপুরে দুর্গাপুর থেকে আসানসোল গামী একটি পরিবার  পারিবারিক অনুষ্ঠানে যাবার সময় তাদের চার চাকা গাড়িটিকে জাতীয় সড়কে চার দুষ্কৃতি গাড়ি থামিয়ে একজন আহতকে চিকিৎসার জন্য নিয়ে যেতে বলে।তারা অরাজি হলে গাড়ির চাবি ছিনিয়ে নেয় এবং গুলি চালায়। জানা গেছে এতে  নয়ন দত্ত ও প্রবাল স্যানাল দুজন  কে গুলি করে চারচাকা গাড়ি টিকে নিয়ে চম্পট দেয়। একজনের পায়ে গুলি লাগে অপরজনের হাতে চোট পায়। তাদের উদ্ধার করে আসানসোল হাসপাতালে চিকিৎসা করানো হয়। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পদস্থ পুলিশ কর্মকর্তার মনে করছেন এই দুটি ঘটনার সঙ্গে রবিবার দুপুরে রানীগঞ্জের ডাকাতির ঘটনার যোগসূত্র রয়েছে।চারচাকা গাড়ি এবং বাইক ছিনতাই বাজরা রানীগঞ্জের সোনার দোকানের ডাকাতরা হবার সম্ভাবনা রয়েছে। পুলিশ সবদিক খতিয়ে দেখে  দুষ্কৃতিদের ধরতে গোটা আসানসোল জুড়ে জোর তল্লাশি শুরু করেছে। আসানসোল ঝাড়খণ্ড বর্ডার এলাকায় নাকা চেকিং পয়েন্টে কড়া নজরদারি চালাচ্ছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ।

error: Content is protected !!