পরিকল্পিত ভাবে তাকে হারানো হয়েছে নিজের দলের নেতাদের দুষলেন দিলীপ ঘোষ

শুক্রবার,৭ ই জুন ২০২৪

গনেশ চক্রবর্তী, নিউজ বাংলা ডিজিটাল : দিলীপ ঘোষ দিলীপ ঘোষ মতোই। সোজাসাপ্টা কথার জন্য তিনি এতো বিতর্কিত, তিনি এতো জনপ্রিয় বিজেপি কর্মীদের কাছে।ভোটে হেরেও এক ই রকম ভাবেই নিজের দলের শীর্ষস্থানীয় নেতাদের পরোক্ষভাবে দুষলেন দিলীপ ঘোষ। বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী ছিলেন দিলীপ ঘোষ।ভোটের কয়েকদিন আগে থাকে বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী করে বঙ্গ বিজেপিল শীর্ষস্থানীয় নেতারা।অথচ দিলীপ ঘোষ ২০১৯ সাল থেকে মেদিনীপুরের বিজেপি সাংসদ। দিলীপ ঘোষের দাবি তার সাংসদ তহবিলের টাকায় তার লোকসভা আসন মেদিনীপুরকে তিনি সাজিয়ে তুলেছিলেন। সারাবছর ধরে মেদিনীপুরকে নিয়ে তিনি কাজ করেন। মেদিনীপুরের মানুষ দিলীপ ঘোষ কে তাই এতো ভালো বাসে দাবি দিলীপ ঘোষের। অথচ জেতা আসন মেদিনীপুর থেকে তাকে বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী করা হয়। দিলীপ ঘোষ প্রশ্ন তোলেন হারা আসন যদি জেতার জন্য পরিকল্পনা করা হয় তবে জেতা আসন ও হারার জন্য পরিকল্পনা করা হয়েছে? কাটিবাজি করা হয়েছে! এদিন দিলীপ ঘোষ পরোক্ষে শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার কেই দায়ী করেছেন। বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের লক্ষাধিক ভোটে হেরে এভাবেই বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ শাসকদলের বিরুদ্ধে সরব হয়ে নিজের দলের শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে ই সরব হন। দিলীপ ঘোষ বলেন তিনি দুর্গাপুরে এসে ভোটের আগে ই বুঝে গিয়েছিলেন এখানে  বিজেপির সংগঠন বড়ো দুর্বল রয়েছে। সূত্রের খবর ভোটের আগে ই গোষ্ঠী দ্বন্দ্বের ফলের ক্রশ ভোটিং হবার প্রবল সম্ভাবনা রয়েছে সেটা বুঝে গিয়েছিলেন জহুরী দিলীপ ঘোষ। পরোক্ষভাবে এই জন্য দুষলেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলেন বিজেপির সব কার্য কর্তারা ভোটে মাঠে নামেননি বর্ধমান দুর্গাপুর লোকসভা আসন এলাকায়।সব মিলিয়ে বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের বিজেপির পরাজিত প্রার্থী দিলীপ ঘোষ বঙ্গ বিজেপির লোকসভা ভোটের দুই মাথা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারকেই  পরোক্ষভাবে তাকে পরিকল্পিতভাবে হারানোর জন্য দুষলেন দিলীপ ঘোষ।

error: Content is protected !!