শুক্রবার,৭ ই জুন ২০২৪
গনেশ চক্রবর্তী, নিউজ বাংলা ডিজিটাল : ভোটে বিজয়ী হয়েই ডিভিসি চেয়ারম্যানকে হুঁশিয়ারি বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের তৃণমূল নবনির্বাচিত সাংসদ কীর্তি আজাদের। দুর্গাপুরে ৮০০ মেগাওয়াটের ক্ষমতা সম্পন্ন ডিভিসি আরেকটি তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ছে।সেই লক্ষ্যে দুর্গাপুরের ডিভিসির জমিতে বসবাস কারীদের উচ্ছেদের নোটিশ দিয়েছে ডিভিসি কর্তৃপক্ষ।ভোটের আগে থেকেই উচ্ছেদ নোটিশ কে ঘিরে চলছে প্রবল আন্দোলন। তৃণমূল কংগ্রেস জেলা নেতৃবৃন্দ ডিভিসির জমিতে বসবাস কারীদের পুর্নবাসনের দাবিতে পাশে রয়েছে।ভোট মিটতেই বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সাংসদ এক সাংবাদিক সম্মেলন করে শুক্রবার ঘোষণা করেন আমরা ভোটের আগেও ছিলাম ডিভিসি জমিতে বসবাস কারীদের সঙ্গে।এখনো আছি। পুনর্বাসন ছাড়া কোনভাবেই উচ্ছেদ করা যাবে না ডিভিসির জমিতে বসবাস কারীদেরকে বলে হুঁশিয়ারি দেন কীর্তি আজাদ। এদিন একগুচ্ছ ইস্যুতে সাংবাদিক সম্মেলন করলেও প্রাধান্য দেওয়া হয় ডিভিসির উচ্ছেদ নোটিশ কে।কীর্তি আজাদ এদিন উচ্ছেদ নিয়ে সাম্প্রতিক সুপ্রিম কোর্টের এক রায় হাতে নিয়ে এই হুঁশিয়ারি দেন। কীর্তি আজাদ বলেন আমি বিধায়ক থাকাকালীন দিল্লীতে সুপ্রীম কোর্টের উচ্ছেদ নিয়ে রায় কে হাতিয়ার করে বহু মানুষকে পুনর্বাসনের ব্যবস্থা করে দিয়েছিলাম।তাই দুর্গাপুরের ডিভিসির জমিতে বসবাস কারীদের ও আমি একইভাবে পুনর্বাসনের ব্যবস্থা করবো। কীর্তি আজাদ এদিন এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের রায়ের কপি হাতে নিয়ে বলেন ডিভিসির চেয়ারম্যান জানেন না সুপ্রিম কোর্টের রায়ে কি আছে। কীর্তি আজাদ হুমকি দিয়ে বলেন দুর্গাপুরের ডিভিসির জমিতে বসবাস কারীদের পুর্নবাসন ছাড়া উচ্ছেদ করা হলে নিশ্চিত ভাবে জেলে যেতে হবে ডিভিসির চেয়ারম্যানকে।