সোমবার ,২৭ শে মে ২০২৪
সোমনাথ মুখার্জী,অন্ডাল : মায়ের বকুনি খেয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো এক দশ বছরের নাবালক এই মর্মান্তিক ঘটনাটি ঘটে অন্ডালের কাজোড়ায়। সোমবার এই ঘটনার খবর জানাজানি হতেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।স্থানীয় সূত্রে জানা গেছে রবিবার অন্ডালের কাজোড়া মোড় মাঝি পাড়ার বাসিন্দা বছর দশেকের মোহিত কুমার নামের এক নাবালক বন্ধুদের সাথে দামোদর নদের স্নান করতে গিয়েছিল। নদী থেকে স্নান করে দেরিতে বাড়ি ফেরায় মোহিত কুমারের মা সোনি দেবী তাকে বকুনি দেয়। তার সারাদিন এভাবে ঘুরে বেড়ানোর কারণ জিজ্ঞাসা করে। এতেই অভিমানে ঘরের মধ্যে ঢুকে পড়ে মোহিত কুমার। নিজের ঘরের মধ্যে ঢুকেই দরজা বন্ধ করে গলায় ফাঁসি লাগিয়ে আত্মঘাতী হয় মোহিত বলে পরিবার সূত্রে জানানো হয়। পরে দরজা ভেঙে তাকে উদ্ধার করে বাড়ির লোকজন। নিয়ে যাওয়া হয় অন্ডালের একটা বেসরকারি হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অন্ডাল থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। এভাবে এক নাবালকের অভিমানে আত্মঘাতী হওয়ার ঘটনায় শোকস্তব্ধ এলাকাবাসী । ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন মহিতের মা ও তার পরিবার।স্থানীয় বাসিন্দা চন্দন সিং জানান, মা বকলো আর ছোট্ট শিশু টা আত্মহত্যা করে দিলো।এটা মেনে নিতে পারছি না।আমরা কোন যুগের দিকে যাচ্ছি ! যেভাবে পাড়ার ছোট ছোট শিশুরা মোবাইল দেখে দেখে বেপরোয়া হয়ে পড়ছে এবং চরম মানসিক সমস্যায় ভুগছে। মা-বাবারা একটু বকা দিলেই বিপত্তি ঘটছে। আগামী দিনে এই মোবাইল এর কারনেই নুতন প্রজন্মের কাছে অনেক বড় বিপর্যয় ঘটতে চলেছে।