Breaking News : রেমালের প্রভাবে পূর্ব বর্ধমানে গ্রীষ্মকালীন সবজি চাষে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

সোমবার,২৭ শে মে ২০২৪

ব্যুরো নিউজ,নিউজ বাংলা ডিজিটাল‌ : রেমালের প্রভাবে ঝড়ো হাওয়া সঙ্গে দফায় দফায় বৃষ্টি হচ্ছে রবিবার রাত থেকে। পূর্ব বর্ধমান জেলা মূলত কৃষি অঞ্চল। গ্রীষ্ম কালীন সবজি এখন চাষ হয়েছে।মাঠেই ফসল রয়েছে। হঠাৎ করে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পূর্বস্থলী দু’নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকায় হয় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে‌ সবজি চাষে ।এই সময়ে পটল,ঝিঙে রকমারি সবজি চাষ হয়েছে মাঠে। রেমালার ঘূর্ণিঝড়ের জেরে পূর্ব বর্ধমানের অধিকাংশ জাগাতেই শুরু হয়েছে ঝড়ো হওয়ার দাপট এবং সেই সঙ্গে একটানা বৃষ্টি। গতকাল রাত থেকে টানা বৃষ্টির জেরে পটল ঝিঙে সহ এই এলাকায় থাকা সবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন এলাকার চাষীরা। ঝড়ের দাপটে ভেঙেছে পটল গাছের মাচাও ভেঙ্গে পড়েছে। ঝিঙে পটলের গোড়ায় জল ঢুকে পটল পচে যাওয়ার আশঙ্কা করছেন চাষীরা। বৃষ্টি মাথায় করেই সবজি ক্ষেত সারাইয়ের কাজ করছেন।ফসল তোলার আগেই এই ঘূর্ণিঝড়ের প্রভাবে সবজি চাষে ঝড়ো হাওয়া এবং বৃষ্টি ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন পূর্ব বর্ধমানের চাষীরা।

error: Content is protected !!