সোমবার,১৩ ই মে ২০২৪
গনেশ চক্রবর্তী ও রুমকি মুখার্জি , দুর্গাপুর : বিজেপির ক্যাম্পে হামলার অভিযোগে সোমবার ব্যাপক উত্তেজনা ছড়ায় দুর্গাপুরের আমরাই গ্রামে। বিজেপি কর্মীদের অভিযোগ ভোট গ্রহণ পর্ব চলার সময় বিজেপির ক্যাম্পে তখন কর্মীদের খাওয়ানোর জন্য রান্নার ব্যবস্থা চলছিল। সেই সময় জনা ত্রিশে তৃণমূল কংগ্রেস কর্মী হঠাৎ করে এসে বিজেপির ক্যাম্প এবং রান্নাঘরে ভাংচুর চালায়। বিজেপি কর্মীদের বেধড়ক মারধর করে। নির্বিচারের বাইক ভাঙচুর করে। তারপর তারা চম্পট দেয়। এর প্রতিবাদে বিজেপির কর্মীরা আমরা গ্রামের মেন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। দুষ্কৃতিদের উপযুক্ত শাস্তির দাবিতে সরব হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের বুঝিয়ে রাস্তা অবরোধ তোলায়। এরপরেই বিজেপি বিধায়ক লক্ষন ঘড়ুই ঘটনাস্থলে আসেন। বিজেপি কর্মীরা লক্ষন ঘড়ুই কে সমস্ত ঘটনা জানান। নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হবে বলে আশ্বাস দেন লক্ষন ঘড়ুই।লক্ষন ঘড়ুই বলেন তৃণমূল কংগ্রেসের হার এবং দিলীপ ঘোষের জয় নিশ্চিত জেনেই এই কান্ড ঘটাচ্ছে তৃণমূল কংগ্রেস দুষ্কৃতিরা। দুর্গাপুরের বিভিন্ন এলাকায় একইভাবে পরপর ঘটনা ঘটিয়েছে তৃণমূল কংগ্রেস কর্মীরা। এবার তৃণমূল কংগ্রেসের পতন অবশ্যম্ভাবী বলে দাবি করেন বিজেপি বিধায়ক লক্ষন ঘড়ুই।