সোমবার,১৩ ই মে ২০২৪
গনেশ চক্রবর্তী ও মৌলি বসু, দুর্গাপুর : ভোট গ্রহণ পর্ব তখন প্রায় শেষ পর্যায়ে চলছে। সোমবার শান্তিপূর্ণ ভাবে ই সারাদিন ভোট পর্ব চলে দুর্গাপুরের তানসেন এলাকায় বিকেল গড়াতেই হঠাৎ তৃণমূল কংগ্রেসের ক্যাম্পে হঠাৎ জনা তিরিশ যুবক এসে তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে প্রথমে হাতাহাতি তার পর তৃনমূল কংগ্রেসের ক্যাম্পে ভাঙচুর করে পালিয়ে যায় বলে অভিযোগ তৃণমূল কংগ্রেস কর্মীদের।কয়েকজন কে বেধড়ক পেটায় বলেও অভিযোগ। তৃণমূল কংগ্রেসের মহিলা সহ কয়েকজন আহত হয়।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী।গোটা এলাকা ঘিরে ফেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন কাউন্সিলর রাজীব ঘোষ ও অভিযোগ তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট পড়ছে এবং দিলীপ ঘোষের হার নিশ্চিত জেনে স্থানীয় সিপিএম এবং বিজেপি কর্মীরা মিলিত ভাবে পরিকল্পিত ভাবে এই ঘটনা ঘটিয়েছে।আমরা থানায় অভিযোগ দায়ের করেছি। অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি।জানা গেছে এরপরেই তৃণমূল কংগ্রেস নেতৃত্বর করা অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বিজেপির এক যুবনেতা সহ কয়েকজন বিজেপি কর্মীকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায়।পরে বিজেপির দুর্গাপুর পশ্চিম বিধান সভার বিধায়ক লক্ষন ঘড়ুই তাদের থানা গিয়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা করে তাদের ছাড়িয়ে নিয়ে আসে।