গলসিতে মমতা বন্দ্যোপাধ্যায় সরব এন আরসি নিয়ে

বুধবার,২৪ শ এপ্রিল‌ ২০২৪

গনেশ চক্রবর্তী, নিউজ বাংলা ডিজিটাল  : বুধবার পূর্ব বর্ধমান ও বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থীদের  সমর্থনে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের‌ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা করলেন।এই জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি র কেন্দ্রীয় সরকারের এন আর সি লাগু করা প্রসঙ্গে সরব হলেন। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন আমি কোনভাবেই এই রাজ্যে এন আর সি লাগু হতে দেবো না। আমি রাজনাথ সিং কে প্রনাম করে বলবো এন আর সি লাগু করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বিজেপি কে কটাক্ষ করে বলেন ট্রেন থেকে স্টেশন  পারলে আকাশ টাও গেরুয়া করে দেয়। রান্নার গ্যাস পেট্রোল থেকে দৈনন্দিন জিনিসপত্রের দাম নিয়েও সরব হন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন। দেশীয় সম্পদ বিক্রি করে দিচ্ছে বিজেপি বলেও সরব হন মুখ্যমন্ত্রী।এদিন বক্তব্য রাখতে গিয়ে নাম না করে বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ কে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যিনি এখানে দাঁড়িয়েছেন তাকে তার দল মেদিনীপুরে টিকিট দেয়নি।উনি প্রতিদিন রাস্তায় দাঁড়িয়ে বলছেন তৃণমূল কে লাঠি দিয়ে মারো,পা তুলে মাথা ঝুলিয়ে মারো এইসব।কতটা রাজনৈতিক ভাবে কেউ দেউলিয়া হলে তবেই এইসব কথা বলতে পারে।  একশো দিনের কাজের দিন ৫০থেকে ৬০করা হবে ও জানান তিনি।লক্ষী ভান্ডার প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কোনদিন লক্ষী ভান্ডার বন্ধ হবে না।যে যে বিজেপি নেতা লক্ষী ভান্ডার বন্ধের কথা বলবেন তাদের বাংলার মেয়েরা কানধরে উঠবোস করাবে যাতে বিজেপি সরকার আর না আসে। স্বাস্থ্য সাথী,কন্যাশ্রী,লক্ষী ভান্ডার প্রকল্পের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে এদিন   হাতে প্ল্যাকার্ড নিয়ে ধন্যবাদ জানান উপস্থিত মহিলারা।মমতা বন্দ্যোপাধ্যায় এদিন গলসিবাসীর উদ্দেশ্যে বলেন আপনাদের হয়তো স্থানীয় কারোর কারোর উপর বিরক্ত আছেন, কিন্তু তৃণমূল কংগ্রেস বাবা বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের প্রার্থী কীর্তি আজাদ নিয়ে কোন বিরক্তি নেই আপনাদের। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন পূর্ব বর্ধমানের লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডা শর্মিলা সরকার এবং বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ কে উপস্থিত সকলের সামনে হাতে তুলে পরিচয় করিয়ে দেন। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন কীর্তি আজাদকে পরিচয় করাতে গিয়ে বলেন আমার সঙ্গে দিদি ভাইয়ের সম্পর্ক কীর্তি আজাদের।  তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জয়যুক্ত করার আহ্বান জানান মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ কিকি বললেন জনসভায়

 

error: Content is protected !!