বুধবার,২৪ শে এপ্রিল ২০২৪
অনুসূয়া রায় , বর্ধমান : মঙ্গলবার দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে শোভাযাত্রা সহকারে বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ, ডা: শর্মিলা সরকার পূর্ব বর্ধমান জেলার জেলা শাসক রাধিকা আইয়ারের কাছে মনোনয়নপত্র জমা দেন। এরপর মুখ্যমন্ত্রী সঙ্গে ভাতারের জনসভায় যোগদান করেন। মঙ্গলবার আসানসোলে তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহা, বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আহলুওয়ালিয়া , সিপিএম কংগ্রেসের জোট প্রার্থী জাহানারা খাঁন এস ইউসি আই প্রার্থী অমর চৌধুরী ও জেলাশাসকের দপ্তরে মনোনয়ন পত্র জমা দেন। বুধবার পূর্ব বর্ধমানে বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বর্ণাঢ্য শোভাযাত্রা করে ডমরু বাজিয়ে জেলা শাসক রাধিকা আইয়ারের কাছে মনোনয়নপত্র জমা দেন। দিলীপ ঘোষ বলেন দেখছেন আজকের এই শোভাযাত্রায় কত মানুষ এসেছেন। বিজেপির বসে যাওয়া কর্মীরা ও নুতন উদ্যমে এইবার রাস্তায় নেমে বিজেপি জয়ের প্রচার করছেন। দিলীপ ঘোষ বলেন লক্ষী লক্ষী ভান্ডার কোন কাজে আসবে না।সব ভাণ্ডাফোড় হয়ে যাবে। শুধু দেখতে থাকুন।হাতে ডমরু বাজিয়ে মনোনয়ন পত্র জমা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন কখনো লাঠি কখনো গদা আবার কখনো ডমরু বাজাতে হয়।যখন মা দরকার তাই করতে হয়। দিলীপ ঘোষের মনোনয়ন পত্র জমা দেবার সময় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা সঙ্গে ছিলেন।