দক্ষিণ বঙ্গের নির্বাচনী প্রচারের জন্য দুর্গাপুরে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়

শনিবার,৬ ই এপ্রিল ২০২৪

ব্যুরো নিউজ, নিউজ বাংলা ডিজিটাল : লোকসভা নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেছে।দিকে দিকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীকে নিয়ে প্রচার শুরু হয়ে গেছে।রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রচার ও চলছে জোর কদমে। পশ্চিম বর্ধমান জেলা সহ দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলার নির্বাচনী প্রচারের জন্য শনিবার বিকেলে দুর্গাপুরে এলেন তৃনমূল কংগ্রেসের সভানেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেলে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমান বন্দরে বিশেষ বিমানে নামেন। তারপর সড়ক পথে সোজা এসে ওঠেন সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলে। নির্বাচনী বিধি নিষেধের জন্য এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি সার্কিট হাউসের পরিবর্তে সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলে এসে ওঠেন।জানা গেছে তৃণমূল কংগ্রেসের নির্বাচনের সাফল্য ধরে রাখতে শনিবার রাতে দুর্গাপুর সহ আসানসোলের দলীয় গোষ্ঠী দ্বন্দ্ব রুখতে জেলার শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসতে পারেন দলনেত্রী। দলীয় কোন্দল মেটাতে মুখ্যমন্ত্রী কড়া মনোভাব দেখানে পারেন বলেই খবর। শনিবার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্গাপুরে আসাকে কেন্দ্র করে বিমান বন্দর থেকে সিটি সেন্টার পর্যন্ত গোটা জাতীয় সড়কের ধারে তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।

error: Content is protected !!