শুক্রবার,২৯শে মার্চ ২০২৪
গনেশ চক্রবর্তী, নিউজ বাংলা ডিজিটাল : দুর্গাপুরে প্রবল উদ্দীপনায় শুরু হলো বিগ বাস সিজন -২। দুর্গাপুরের স্টিল টাউন শিপের নেহেরু স্টেডিয়ামে শুক্রবার সন্ধ্যায় জমজমাট এক উদ্ধোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বিগ বাস সিজন ২ এর সূচনা হয়। দুর্গাপুরের ক্লাব সম্মিলনী বিগ বাস সিজন ২ আয়োজক সংস্থা।বিগ বাস সিজন ২ এক দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্ট। শুক্রবার সূচনা হয়, চলবে ৪ই এপ্রিল পর্যন্ত। প্রতিদিন বিভিন্ন টিমের মধ্যে দিবারাত্রি ক্রিকেট খেলা হবে।বারোটি টিম অংশ গ্রহণ করছে বলে জানা গেছে।শনিবার দুর্গাপুরের কর্পোরেট সেক্টর গুলির খেলা বলে জানা গেছে।১ লা এপ্রিল থেকে নামজাদা ক্রিকেট টিম গুলির মধ্যে খেলা হবে। এবার প্রধান অতিথি হিসেবে থাকছেন ১৯৮৩ বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের সদস্য তথা বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ। খেলার শেষ দিনে উপস্থিত থাকবেন ভারতীয় ক্রিকেট দলের জনপ্রিয় প্রাক্তন সদস্য সন্দীপ প্যাটেল।শুক্রবার বিগ বাস সিজন ২ এর উদ্ধোধন করেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, দুর্গাপুর ইস্পাত কারখানার ইডি ওয়ার্কস , দুর্গাপুর মিশন হাসপাতালের চেয়ারম্যান ডা সত্যজিৎ বোস, দুর্গাপুর ক্লাব সম্মিলনীর সভাপতি সন্দীপ দে, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান তথা বিশিষ্ট ব্যবসায়ী কবি , ক্লাব সম্মিলনীর কর্মকর্তা বিশিষ্ট ব্যবসায়ী সুপ্রিয় গাঙ্গুলি বিগ বাস সিজন ২ এর ইভেন্ট কর্মকর্তারা সহ দুর্গাপুর শহরের বিশিষ্ট জনেরা। অনুষ্ঠান সূচনার পর মাঠে উপস্থিত হন মন্ত্রী প্রদীপ মজুমদার।জানা গেছে চুড়ান্ত পর্যায়ে বিগ বাস সিজন ২এর বিজেতা এবং রানার্স টিমকে টিমকে আর্থিক পুরষ্কার দেওয়া হবে। শুক্রবার বিগ বাস সিজন ২ এর উদ্ধোধনী অনুষ্ঠানে দুর্গাপুরের ক্রীড়া প্রেমী মানুষের মধ্যে প্রবল উদ্দীপনা দেখা যায়। উদ্ধোধনী অনুষ্ঠানকে আকর্ষণীয় করতে জমজমাট এক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। জনপ্রিয় সঙ্গীত শিল্পী পদ্মভূষণ সম্মান প্রাপ্ত উষা উত্থপ জনপ্রিয় সব গান পরিবেশন করেন। উল্লেখ্য ২০২৩ এর দুর্গাপুরের ভকৎ স্টেডিয়ামে বিগ বাস সিজন ১ অনুষ্ঠিত হয়। সেবার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার সনৎ জয় সূর্য।বিগ বাস সিজন ১ এর জনপ্রিয়তার পর এবছর ফের বিগ বাস সিজন ২ র আয়োজন করা হয়েছে বলে বিগ বাস সিজন ২ র আয়োজক সংস্থা দুর্গাপুর ক্লাব সম্মিলনীর পক্ষ থেকে জানানো হয়েছে। শুনুন উষা উত্থপের গান। ছবি গুলি তুলেছেন বিপুল মৈত্র