প্রতিশ্রুতি না রাখার অভিযোগে বালাজী কারখানার সামনে গ্রামবাসীদের বিক্ষোভ

শুক্রবার,২৯ শে মার্চ ২০২৪

ব্যুরো নিউজ, নিউজ বাংলা ডিজিটাল : শুক্রবার সাত সকালে দুর্গাপুরের এক বেসরকারি কারখানার সামনে   স্থানীয় গ্রামবাসীরা কারখানা কর্তৃপক্ষ প্রতিশ্রুতি না রাখার অভিযোগে বিক্ষোভ দেখালো।
দুর্গাপুরের বাঁশকোপা সংলগ্ন জয় বালাজি কারখানার ঘটনা। বিক্ষোভ কারীদের অভিযোগ
স্থানীয়দের কাজের প্রতিশ্রুতি দেবার পরেও তাদেরকে বঞ্চিত করে বহিরাগত শ্রমিকদের দিয়ে কারখানা চালানো হচ্ছে। আর সেই কারণেই আজ সকাল থেকে কারখানার গেট বন্ধ করে  বিক্ষোভ দেখান স্থানীয় গ্রামবাসী রা। তাদের দাবী, তাদের গ্রামের জমি অধিগ্রহণ করেই কারখানা তৈরী হয়েছে। এই কারখানার কারণেই প্রতিনিয়ত পরিবেশ দূষণ ভোগ করছেন গ্রামবাসীরা। অথচ তাদের কে কাজ দেবার প্রতিশ্রুতি দিয়েও কাজ না দিয়ে বহিরাগতদের নিয়ে কারখানা চালাচ্ছেন কারখানা কর্তৃপক্ষ। তাই যতদিন স্থানীয় গ্রামবাসীদের নিয়োগ করা না হবে, ততোদিন পর্যন্ত তাঁরা এই আন্দোলন চালিয়ে যাবেন। যদিও গ্রাম বাসীদের অভিযোগ নিয়ে প্রশ্ন করলে কারখানা কর্তৃপক্ষ কোনকিছু বলতে অস্বীকার করেন।

 

error: Content is protected !!