শনিবার,২৩ শে মার্চ ২০২৪
ব্যুরো নিউজ, নিউজ বাংলা ডিজিটাল : শনিবার বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের বামফ্রন্ট প্রার্থীর নাম ঘোষণা করা হলো। পূর্ব বর্ধমানের বাসিন্দা বর্ধমানের মহারাজধীরাজ উদয় চাঁদ মহিলা মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ শিক্ষাবিদ সুকৃতি ঘোষাল বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের এবারের বামফ্রন্ট প্রার্থী। সুকৃতি ঘোষাল এই প্রথম নির্বাচনে লড়ছেন। শিক্ষা জগৎ ও ছাত্রছাত্রীদের মধ্যে পরিচ্ছন্ন এবং পরিচিত মুখ। সুকৃতি ঘোষাল আদ্যপ্রান্ত বাম আন্দোলনের সঙ্গে যুক্ত। সুবক্তা।শনিবার সরকারিভাবে নাম ঘোষণা হবার সঙ্গে সঙ্গে সিপিএম কর্মীরা রাস্তায় নেমে দেওয়াল লিখন শুরু করে দেন। বর্ধমান দুর্গাপুরের বিভিন্ন এলাকায় শনিবার রাতভর চলে দেওয়াল লিখন। দুর্গাপুরের গ্রাফাইট কারখানার সামনে কারখানার শ্রমিক নিয়োগ নিয়ে দুর্নীতির প্রতিবাদ সভায় সুকৃতি ঘোষালকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান জানান হয়। বর্ধমান শহরেও সুকৃতি ঘোষালকে সামনে রেখে মিছিল বের হয় কার্জন গেটে। তাছাড়া সোশ্যাল মিডিয়ায় সুকৃতি ঘোষালকে বিজয়ী করতে সিপিএম কর্মীরা শনিবার রাত থেকেই প্রচার শুরু করে দেন। এদিকে কয়েকদিন আগে বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে শোনা গিয়েছিল পূর্ব বর্ধমান জেলার বাসিন্দা কংগ্রেস প্রার্থী আজাহার মল্লিকের নাম শোনা যাচ্ছিল। সোশ্যাল মিডিয়া জুড়ে প্রচার ও চলছিল এরমধ্যে শনিবার আজাহার মল্লিক এর পরিবর্তে বামফ্রন্ট প্রার্থী শিক্ষাবিদ সুকৃতি ঘোষালকে প্রার্থী করা হয় বর্ধমান দুর্গাপুর আসনে। এই ঘটনায় কংগ্রেস বাম জোট সাধারণ মানুষের কাছে বেশ অষ্পষ্ট রয়ে গেল।স্বাভাবিকভাবেই বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনের কংগ্রেস বাম জোটের জট যে এখনো কাটেনি তা পশ্চিম বর্ধমান জেলার কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তীর কথাতেই পরিষ্কার চিত্র পাওয়া যায়। শনিবার দেবেশ বাবু বলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে সিপিএমের সঙ্গে ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন জোট হয়নি এবং প্রার্থীদের নামের তালিকা দিল্লী থেকে হাই কমান্ড প্রকাশ করবেন।দেবেশ বাবু বলেন এখানে কেকি প্রার্থী দিলো আমি কিছু জানি না। যা করবে সব হাইকমান্ড।জেলা কংগ্রেস সভাপতি কি বললেন সেই নিয়ে উচ্চ বাচ্য করতে রাজি নয় স্থানীয় সিপিএম নেতৃত্ব । প্রার্থীর নাম ঘোষণা হতেই প্রার্থী সুকৃতি ঘোষালকে বিজয়ী করতে মরিয়া সিপিএম কর্মীরা মিছিল বের করে এলাকায় জানান দিতে ব্যস্ত তারা। সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার বলেন সুকৃতি ঘোষাল একজন বিশিষ্ট শিক্ষাবিদ।আমরা একজন শিক্ষাবিদকে বর্ধমান দুর্গাপুর লোকসভা আসন থেকে দুর্নীতির বিরুদ্ধে লড়তে, মানুষের কথা পার্লামেন্টে তুলে ধরতে,শিল্প কলকারখানা বাঁচাতে, বেকারদের কর্মসংস্থান করতে ,গনতন্ত্রকে রক্ষা করতে বিজয়ী করতে চাই। বামফ্রন্ট প্রার্থী শিক্ষাবিদ সুকৃতি ঘোষাল বলেন দেশের গনতন্ত্র বিপন্ন। মানুষ নানা সমস্যায় জর্জরিত। বেকারত্ব দূর করতে শিল্প কলকারখানা চাই। আমি প্রধান বিরোধী দল বলে কারো বিরুদ্ধে লড়ছি না। আমি বিজয়ী হতে ভোটে লড়ছি।তাই সব দল ই আমার প্রতিপক্ষ। বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস এবং বামফ্রন্ট প্রার্থী দিলেও প্রধান প্রতিপক্ষ বিজেপি শনিবার পর্যন্ত প্রার্থীর নাম ঘোষনা করতে পারেনি। বিজেপির প্রার্থীর নাম নিয়ে চলছে নানা জল্পনা