শুক্রবার ২২ শে মার্চ ২০২৪
গনেশ চক্রবর্তী ,নিউজ বাংলা ডিজিটাল : লোকসভা নির্বাচনে দুর্গাপুরের ১৯ নং ওয়ার্ডের তৃনমূল কংগ্রেস কর্মীরা দেওয়াল লিখন ও ভোট প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণ প্রকল্প গুলিকে আধার করে দেওয়াল লিখন শুরু করলো।৫০০থেকে ১০০০ টাকা আর ১০০০থেকে ১২০০।রাজ্য সরকারের জনকল্যাণ মুখী প্রকল্প গুলির মধ্যে লক্ষী ভান্ডারই এবারের লোকসভা নির্বাচনের তৃনমূল কংগ্রেসের প্রচারের তুরুপের তাস। দুর্গাপুর পুরসভার বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বিজেপি সরকার বা সিপিএমের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান তুলে দেওয়াল লিখন দেখা গেলেও দুর্গাপুরের ১৯ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা বিশেষ করে ভিড়িঙ্গী গ্রাম থেকে আমবাগান পশুপতি মার্কেট সুভাষ পল্লী এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মীরা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মূলক বিভিন্ন প্রকল্প গুলির সঙ্গে সঙ্গে ভোট প্রচার ও দেওয়াল লিখনে জোর দিচ্ছে লক্ষী ভান্ডারকেই ।১৯ নং ওয়ার্ডের তৃনমূল কংগ্রেস কর্মীদের দাবি দিদির জনকল্যাণ মুখী প্রকল্প গুলিই লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী ভারতীয় বিশ্ব কাপ জয়ী দলের সদস্য প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ কে বিপুল ভোটে বিজয়ী করবে।এই ওয়ার্ডের তৃণমূল কর্মীদের দাবি এরাজ্যের বাঙালি অবাঙালি বাড়ির মা বোনদের প্রয়োজনীয় মাসের খরচ অনেকটাই জোগান দেয় এই লক্ষী ভান্ডার । অনেকের অভাবের সংসারে লক্ষী ভান্ডার সংসার কে সচ্ছল করেছে।মাসের আর্থিক টানাটানির মধ্যে কারোর কাছে হাত পাততে হয়না মা বোনদের। কন্যাশ্রী২৫০০০টাকা রূপশ্রী ২৫০০০টাকাসবুজ সাথীর বিনামূল্যে সাইকেল প্রদান স্কুলপড়ুয়াদের , স্কুল পড়ুয়াদের ট্যাব কিনতে ১০হাজার টাকা প্রদান বিনামূল্যে রেশন, দূর্গাপূজোয় ৬০,০০০টাকা অনুদান ক্লাবকে,বিদ্যুৎ ছাড়, স্বাস্থ্য সাথীর ৫০০০০০টাকা চিকিৎসার জন্য বীমা এইসব জনকল্যাণ মুখী প্রকল্প গুলির সুবিধা মানুষ পাচ্ছে।তাই নোংরা কাঁদা ছোড়াছুড়ি না করে লোকসভা নির্বাচনে এবার আমাদের ওয়ার্ডে দেওয়াল লিখনে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত জনকল্যাণ প্রকল্প গুলিকে আমরা প্রাধান্য দিচ্ছি। এরমধ্যে মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত লক্ষী ভান্ডারের বাংলার মেয়েদের প্রতি মাসের হাত খরচ বাবদ দেয় পাঁচশ থেকে হাজার বা বারোশো টাকাই বেশি ফোকাস করছি। উন্নয়ন মূলক প্রকল্প লক্ষী ভান্ডারের দেওয়া গ্রাম থেকে শহর সব জায়গায় প্রতি মাসে মা বোনদের হাত খরচ ই আমাদের তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদ কে বিপুল ভোটে বিজয়ী করবে। কারন তৃনমূল কংগ্রেস ই দিতে পারে এই সুবিধা। বাংলার মা বোনেরা চায়না এই সুবিধা থেকে বঞ্চিত হতে। কেন্দ্রের নুতন বিজেপি সরকার এলে বাংলার মা বোনেদের কোনভাবেই এই আর্থিক সুবিধা দেবে না। মানুষ চরম অসুবিধার মধ্যে পড়বে।শুক্রবার দুর্গাপুরের ১৯ নং ওয়ার্ডের বিভিন্ন দেওয়ালে তৃনমূল কর্মীদের দেওয়াল লিখনে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।