গনেশ চক্রবর্তী, নিউজ বাংলা ডিজিটাল : বেপরোয়া মিনিবাসের ধাক্কায় মৃত্যু হলো এক পারিচারিকার। মঙ্গলবার দুপুর সাড়ে বারোটা নাগাদ দুর্গাপুর স্টিল টাউন শিপের আকবর রোডে ঘটনা টি ঘটে। স্থানীয় মানুষ জানান মৃতার নাম সালমা বিবি (৫১) প্রান্তিকা নিশান হাটের বাসিন্দা।আকবর রোডের একটি বাড়িতে কাজ সেরে হেঁটে বাড়ি ফিরছিলেন।এমন সময় বেনাচিতি দুর্গাপুর রুটের একটি মিনিবাস একটি স্কুটি চালক কে ওভারটেক করতে গিয়ে স্কুটি চালক সহ সজোরে ধাক্কা মারে সালমা বিবিকে এরপর একটি বাড়ির বাউন্ডারি ভেঙ্গে একটি গাছে ধাক্কা মেরে দাঁড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই মারা যান সালমা বিবি বলে জানান স্থানীয় মানুষ।স্কুটি চালক ও আরোহী ও আহত বলে জানা গেছে। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে বাসের চালক কে মারতে উদ্যত হয়। স্থানীয় মানুষের দাবি বাসের চালক মদ্যপ অবস্থায় ছিলেন তাই ওভার টেক করতে গিয়ে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বাসের চালক কে গ্রেফতার করে। মৃতদেহ টি ময়নাতদন্তের জন্য পাঠায়। উত্তপ্ত জনতাকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উল্লেখ্য পরপর পথ দুর্ঘটনায় ডিএসপি টাউন শিপ এলাকায় দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে। এরমধ্যে ফের মিনিবাসের বেপরোয়া গতিতে পারিচারিকার মৃত্যুর ঘটনায় দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ ডিএসপি টাউন শিপ এলাকা রাস্তায় কঠোর মনোভাব দেখাবে সেই বিষয়ে সন্দেহ নেই।