প্রতিশ্রুতিময় বাজেট পেশ হলো দুর্গাপুর নগর নিগমে

শুক্রবার,১৫ ই মার্চ ২০২৪

ব্যুরো নিউজ, নিউজ বাংলা ডিজিটাল : ২৪-২৫ আর্থিক বর্ষের জন্য দুর্গাপুর নগর নিগমের বাজেট পেশ হলো শুক্রবার।বাজেট পেশ করে ৮০৫কোটি টাকার উন্নয়ন মূলক কর্মকান্ডের লক্ষ্যে এই বাজেট বলে জানান দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জি। একগুচ্ছ প্রকল্পের লক্ষ্য রয়েছে এই বাজেটে। তারমধ্যে নুতন রাস্তা নির্মাণ থেকে নুতন ভেন্টিলেশন অ্যাম্বুলেন্স কেনা থেকে নুতন শপিং মল পার্কিং ব্যবস্থা নুতন পথ বাতি সব কিছুই আছে। কলকাতার পর দুর্গাপুর দ্বিতীয় পুরসভা যেখানে কেন্দ্রীয় সরকারের অধীনে নিযুক্ত সংস্থা বিবি+রেটিং দিয়েছে বলে  দুর্গাপুর নগর নিগমের মুখ্য প্রশাসক অনিন্দিতা মুখার্জির দাবি । তারজন্য ১০ হাজার টাকার বন্ড ছাড়তে পারে দুর্গাপুর নগর নিগম বলেও দাবি অনিন্দিতা মুখার্জির। যদিও বিরোধীদল গুলি এই বাজেটকে কতটা বাস্তবায়ন হবে সন্দেহ করে কেবলমাত্র নির্বাচনের লক্ষে  মিথ্যা প্রতিশ্রুতির বাজেট বলে কটাক্ষ করেছেন। কংগ্রেস সিপিএম এবং বিজেপি এই বাজেট নিয়ে সরব হয়ে বলে নগর নিগমের ভোট নেই মানুষের নজর ঘোরাতে এই মিথ্যা প্রতিশ্রুতির বাজেট পেশ করে মানুষ কে ফের বোকা বানালো।

error: Content is protected !!