মঙ্গলবার,১৬ ই জানুয়ারি ২০২৪
সোমনাথ মুখার্জী, নিউজ বাংলা ডিজিটাল : আগামী নতুন সিনেমার শুটিংয়ের জন্য লোকেশন দেখতে মঙ্গলবার পাণ্ডবেশ্বরে খোলা মুখ খনি ঘুরে দেখলেন বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক দেব। এদিন দুপুর দুটো নাগাদ তিনি পাণ্ডবেশ্বর এসে পৌঁছান সড়ক পথে। সেখান থেকে যান ই সি এল এর শোনপুর বাজারি প্রজেক্টে। সেখানকার ভিউ পয়েন্ট থেকে তিনি খোলা মুখ খনি দেখেন। সেখানে তার সাথে উপস্থিত ছিলেন সোনপুর বাজারি প্রজেক্টের জেনারেল ম্যানেজার আনন্দমোহন সহ অন্যরা। সেখানে তিনি ছিলেন প্রায় আধঘন্টা মতো। প্রজেক্ট জেনারেল ম্যানেজার আনন্দমোহন জানান দেব প্রজেক্ট ঘুরে দেখার ইচ্ছে প্রকাশ করেছিলেন। সেই মতো ব্যবস্থা করা ছিল। তিনি দুপুর দুটো নাগাদ আসেন ভিউ পয়েন্ট থেকে গোটা প্রজেক্ট দেখেন। তবে এদিন তারকা সাংসদ দেবের খনি অঞ্চল পাণ্ডবেশ্বরের শোনপুর বাজারি প্রজেক্টে আসার ব্যাপারে একেবারেই গোপন রাখা হয়েছিল যাতে করে স্থানীয়দের ভীড় থেকে রক্ষা পাওয়া যায়। উল্লেখ্য দেব তার ফেসবুক পেজে নিজের ছবি পোস্ট করে লিখেছেন খাদানের জন্য খাদানে ।দেবের ভক্তরা মনে করছেন দেব তার আগামী ছবি নিয়ে শোনপুর বাজারি প্রজেক্টের খোলামুখ খনি পরিদর্শন নিয়েই দেব তার ফেসবুক পেজে পোষ্ট করছেন।