পাশে থাকার আশ্বাসে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার ডিপোয় লরি চালকরা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করলো

 

 

মঙ্গলবার,৯ই জানুয়ারি ২০২৪

ব্যুরো নিউজ,নিউজ বাংলা ডিজিটাল : চালকদের মধ্যে থেকে আতঙ্ক কাটাতে মঙ্গলবার বিকাল ৪টা থেকে পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্কের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থার বটলিং প্লান্টের পক্ষ থেকে সমস্ত লরি চালকদের ও পরিবহন সংস্থার মালিকদের নিয়ে বৈঠক করা হয়।

মূলত কেন্দ্র সরকার পরিবহনের ক্ষেত্রে যে নতুন লাগু করেছিলো তা স্থগিত করলেও চালকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হওয়ার কারণে চালকরা কেউ গ্যাসের ট্যাংকার চালাতে চাইছিলো না।যার কারণে সময়ের মধ্যে গ্রাসের সিলিন্ডার গন্তব্যে না পৌঁছানোর ফলে সমস্যায় পড়তে হচ্ছিলো।এই সমস্ত বিষয় নিয়ে চালকদের সাথে বৈঠকের পাশাপাশি সংস্থার আধিকারিকরা এদিন সাংবাদিক সম্মেলন করে জানান চালক দের মধ্যে যে ভয় সৃষ্টি হয়েছিল তা কাটানো গেছে। যে কোনো সমস্যায় আধিকারিকরা চালকদের পাশে আছেন বলে আশ্বাস দেওয়ার পরেইএদিন বৈঠকের পর চালকরা লরি নিয়ে গান্তব্যের উদ্যেশ্যে রওনা দেন।

error: Content is protected !!